• ঢাকা
  • |
  • বুধবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৮:৪১:৫৬ (15-May-2024)
  • - ৩৩° সে:

শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী


শনিবার ২১শে অক্টোবর ২০২৩ সকাল ১০:৩২



শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ। সকালে সারা দেশের মন্দিরে মন্দিরে থাকছে দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, কল্পারম্ভ ও বিহিত পূজার আনুষ্ঠানিকতা। 

ষোড়শ উপাচারে হবে দেবীর পূজা। ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানও করা হবে। মূলত আজ থেকে শুরু হচ্ছে দেবী–দর্শন, ভক্তদের অঞ্জলি। সন্ধ্যায় থাকছে আরতিসহ নানা সাংস্কৃতিক আয়োজন। 

ভক্তদের কষ্ট দূর করতে এ বছর দেবী দুর্গা এসেছেন ঘোড়ায় চড়ে, আর দশমীর দিন একই বাহনে মর্ত্যলোক ছাড়বেন তিনি। 

অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয় হিন্দুসম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শুক্রবার ছিল মহাষষ্ঠী। এদিন দেবী দুর্গা শক্তি নিয়ে ভক্তদের কাছে পৌঁছান। 

এদিকে কাল অষ্টমীর দিন হবে কুমারী পূজা। মঙ্গলবার বিজয়া দশমীতে মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব। 

এবার সারা দেশে ৩২ হাজার ৪০৮টি মণ্ডপে পূজা হচ্ছে। এরমধ্যে ঢাকায় মণ্ডপ ২৪৬টি। পূজা উপলক্ষ্যে রাজধানীসহ সারা দেশে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। 

মন্তব্য করুনঃ