• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ ভোর ০৫:৫৮:৩৮ (16-May-2024)
  • - ৩৩° সে:

খুনের পর টেনে-হিঁচড়ে হোটেল থেকে বের করা হল মডেলের দেহ


বৃহঃস্পতিবার ৪ঠা জানুয়ারী ২০২৪ দুপুর ১২:০৯



খুনের পর টেনে-হিঁচড়ে হোটেল থেকে বের করা হল মডেলের দেহ

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

ভারতের নয়াদিল্লির গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে দিব্যা পাহুজা নামের এক মডেল খুন হয়েছেন। অভিযোগ ওঠেছে, হোটেলের মালিক অভিজিৎ সিং ২৭ বছর বয়সী ওই পাঞ্জাবি মডেলকে খুন করেছেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে স্থানীয় পুলিশ।  

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর, মঙ্গলবার রাতে নয়াদিল্লির গুরুগ্রামের সিটি পয়েন্ট হোটেলে ঢুকে দিব্যা পাহুজাকে গুলি করে খুন করা হয়। খুনের পর দিব্যার মরদেহ পাচারের জন্য এক সহযোগীকে ১০ লাখ টাকা দেন ওই হোটেল মালিক। 

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার (২ জানুয়ারি) হোটেলের ১১ নম্বর রুমের দিকে যাচ্ছেন মালিক অভিজিৎ। এ সময় তার সাথে একজন পুরুষ ও নারী ছিলেন। সেই রুমেই খুন করা হয় দিব্যাকে। পরে তার মরদেহ টেনে-হিঁচড়ে বের করা হয় হোটেল থেকে। তোলা হয় একটি নীল রঙের বিএমডব্লিউ গাড়িতে। পুরো ঘটনাই ধরা পড়ে সিসিটিভি ফুটেজে, যা দেখে আঁতকে ওঠেন সবাই!  

অভিযোগ, দিব্যাকে খুন করে তার দেহ সরিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছিল। এরপর ঘটনার তদন্তে নামে পুলিশ। পাঞ্জাবের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অভিযুক্ত অভিজিৎ ও দুই সন্দেহভাজন প্রকাশ এবং ইন্দ্ররাকে গ্রেফতার করা হয়। তারা দুজনেই অভিজিতের হোটেলে কাজ করতেন। 

জানা গেছে, কুখ্যাত গ্যাংস্টার সন্দীপ গাডোলির সাথে সম্পর্কে ছিলেন দিব্যা। ২০১৬ সালে মুম্বাইয়ে এনকাউন্টারে মৃত্যু হয় সন্দীপের। তারপরই দিব্যার মা পুলিশের কাছে অভিযোগ জানান, সন্দীপের ভাই, বোন ও অভিজিৎ সিংয়ের নামে। তার মেয়েকে নাকি খুন করার চেষ্টা করছেন তারা। এরপর থেকেই নাকি দিব্যার ওপর রাগ ছিল অভিজিতের। 

এদিকে, সন্দীপ গাডোলিকে হত্যার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ ছিল দিব্যা পাহুজার বিরুদ্ধে। সাত বছর কারাবাসের পর গত বছরের জুনে মুম্বাই হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান তিনি। 

মন্তব্য করুনঃ