• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ১১:২৫:৫১ (16-May-2024)
  • - ৩৩° সে:

‘আ.লীগের অধীনে জাতীয় পার্টি কোনো নির্বাচনে যাবে না’


বৃহঃস্পতিবার ১৯শে অক্টোবর ২০২৩ বিকাল ০৫:১০



‘আ.লীগের অধীনে জাতীয় পার্টি কোনো নির্বাচনে যাবে না’

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, এই আওয়ামী লীগ সরকারকে সাধারণ জনগণ আর চায় না। তাই এই সরকারে অধীনে জাতীয় পার্টি আর কোনো নির্বাচনে অংশ নেবে না। 

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

গোলাম মোহাম্মদ কাদের বলেন, বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতির কারণেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে পারছে না। এখন নানান অজুহাত দিয়ে দাম নিয়ন্ত্রণহীন চেষ্টা করা হচ্ছে। সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ। 

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এখনো রাজনৈতিক পরিস্থিতি অস্বচ্ছ, অনিশ্চিত। সঠিক সময়ে নির্বাচন হবে কি না তা নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা আছে। তাই জোটের বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নিতে পারিনি। আমরা ৩শ’ আসনেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। আগামী নির্বাচনে গাইবান্ধা সবকটি আসনসহ আমরা ৩শ আসনেই প্রার্থী দিবেন। 

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু, গাইবান্ধা জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুর রশীদ সরকার, প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ