• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১লা জ্যৈষ্ঠ ১৪৩১ রাত ০৩:৫১:০৯ (16-May-2024)
  • - ৩৩° সে:

একদিনে বিএনপির ২৩ নেতা বহিষ্কার


রবিবার ৩১শে ডিসেম্বর ২০২৩ সকাল ১১:৩৪



একদিনে বিএনপির ২৩ নেতা বহিষ্কার

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একদিনে ২৩ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। 

শনিবার (৩০ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বহিষ্কৃতরা হলেন রাঙ্গামাটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন, চট্টগ্রাম মহানগর বন্দর থানার সহসভাপতি আবু জহুর, মৌলভীবাজার জেলা বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক আজিজুল হক সেলিম, মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাধব দে, টাঙ্গাইলের কালিহাতী উপজেলা বিএনপির সদস্য ইসরাফুল ইসলাম কামাল, সাবেক সহসাধারণ সম্পাদক হাবিবুর রহমান ঠান্ডু, কালিহাতী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাশিদুল ইসলাম রতন, গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক আকরাম হোসেন, কালিয়াকৈর পৌর বিএনপির সহসাধারণ সম্পাদক হারিজ উজ্জামান (হারিজ), শেরপুর জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সদস্য ফিরোজ খান মুন, শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল করিম, শেরপুর পৌর শাখার ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন সেলু, পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম (রেজা মিয়া)। 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুল, সদস্য ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু, বন্দর উপজেলা বিএনপি নেতা হান্নান সরকার, সুলতান আহম্মেদ, গোলাম নবী মুরাদ, সোনারগাঁ থানার ১৩নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মো. নুরুজ্জামান, চাঁদপুর জেলা বিএনপির সদস্য আবুল হোসেন প্রধানীয়া, দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা ও সদস্য গোলাপ হোসেন। 

বছরের শেষ দিন এবং নতুন বছরের প্রথম দিনে জনসাধারণের উৎসবের কথা বিবেচনায় রেখে ভোট বর্জনে গণসংযোগ ও লিফলেট বিতরণের চলমান কর্মসূচি আরও দুদিন বাড়িয়েছে বিএনপি। আজ রোববার এবং আগামীকাল সোমবার দেশব্যাপী আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণ করবে দলটি। যুগপৎভাবে এই কর্মসূচি পালিত হবে। 

মন্তব্য করুনঃ