• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ দুপুর ০১:৫৩:৫৭ (16-May-2024)
  • - ৩৩° সে:

০৪:০৭ পিএম, ২২ জানুয়ারী ২০২৪


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

গুজব সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি : কাদের


সোমবার ২২শে জানুয়ারী ২০২৪ বিকাল ০৪:০৭



গুজব সন্ত্রাসের পথ বেছে নিয়েছে বিএনপি : কাদের

ছবি: সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক: 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগুন সন্ত্রাসের পর বিএনপি এখন গুজব সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। তিনি জানান, বৈশ্বিক সংকটের কারণে দেশে নিত্যপণ্যের দাম বেড়েছে। এটাকে ভিন্ন খাতে নিয়ে রাজনীতি করছে বিএনপি।

সোমবার (২২ জানুয়ারি) ধানমন্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সব হারিয়ে শোক সাগরে নিমজ্জিত বিএনপি। শোকের মিছিল তো করবেই। সরকার কচুপাতার পানি নয় উল্লেখ করে কাদের বলেন, কথার বোমায় সরকারকে উৎখাত করা যাবে না।

বর্তমান সংকট সমাধানে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দ্রুতই সমস্যার সমাধান হবে। জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে কাদের বলেন, একদিনে কোনো সংকটের সমাধান হয় না। সংকটের সমাধানে সরকার ও দলীয়ভাবে কাজ চলবে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, আন্দোলনের লক্ষ্য নির্ধারণ না করতে পারায় তাদের এ অবস্থা। বিএনপির রাজনীতি ভুলের চোরাবালিতে আটকে গেছে। নাশকতা করে কোনো লাভ হয়নি। সরকারের পতন ঘটাতে গিয়ে নিজেদের পতন ডেকে নিয়ে এসেছে তারা।

তিনি বলেন, নৌকার জনপ্রিয়তা কমেনি বরং বেড়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যারা বলেছিল দেশে সংঘাত বাধাতে স্বতন্ত্র দাঁড় করানো হয়েছে, তাদের কথা মিথ্যা প্রতিপন্ন হয়েছে। যা ভাবা হয়েছিল সে রকম সহিংসতা হয়নি। গণতান্ত্রিক দেশে সংঘাত সহিংসতা হয়, আমাদের দেশ তার বিকল্প না। তুলনায় কম সহিংসতা হয়েছে, যা ভাবা হয়েছিল তা হয়নি; সবাই ভেবেছিল স্বতন্ত্রদের নিয়ে। মিলারের বক্তব্য স্পষ্ট। কৌশল একেক দেশের একেক রকম।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ