• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩১ সকাল ১০:১৬:৫৭ (16-May-2024)
  • - ৩৩° সে:

মমতার ভাবনা ও লেখা গান গাইলেন অরিজিৎ সিং


বৃহঃস্পতিবার ৩০শে নভেম্বর ২০২৩ দুপুর ১২:২৩



মমতার ভাবনা ও লেখা গান গাইলেন অরিজিৎ সিং

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

অক্টোবর মাসেই প্রকাশ পেয়েছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা গান। ‘গারবো’ শিরোনামের সেই গানটি মূলত গারবা ঘরানার, যা গুজরাটের ঐতিহ্যবাহী নাচের নাম। 

এতে কণ্ঠ দিয়েছেন ‘ভাস্তে’খ্যাত গায়িকা ধ্বনি ভানুশালি। 

এবার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল ভাবনায় ও কথায় গানে কণ্ঠ দিলেন অরিজিৎ সিং। এই গানের কথা পরিমার্জন ও পরিবর্ধন করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। 

পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম বলছে, ২৯ তম কলকাতা চলচ্চিত্র উৎসবের টাইটেল গান হতে যাচ্ছে এটি। 

তবে চমকের এখানেই শেষ নয়। উৎসবে বিশেষ অতিথি হিসেবে সালমান খানের আগমণের কথা রয়েছে। উপস্থিত থাকবেন অনুরাগ কাশ্যপ, সৌরভ শুক্লার মতো ব্যক্তিত্বরা। 

এবারের কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে মহানায়ক উত্তম কুমার অভিনীত ‘দেয়া-নেয়া’। চলচ্চিত্র উৎসবে বিশেষ শ্রদ্ধা জানানো হবে মৃণাল সেন, দেব আনন্দ, মুকেশ ও শৈলেন্দ্রর মতো কিংবদন্তি শিল্পীদের। 

চলচ্চিত্র উৎসবের বিশেষ আলোচনা সভায় উপস্থিত থাকবেন মনোজ বাজপেয়ী, সুধীর মিশ্রর মতো ব্যক্তিত্বরা। এবারের উৎসবে দেখানো হবে ৩৯টি দেশের ২১৯ টি সিনেমা। এবারের ফোকাস কান্ট্রি স্পেন।  

মন্তব্য করুনঃ