প্রকাশ : ১২ জুন ২০২৪ রাত ০১:২২:৩৭
খোঁজ মিলল ক্যাপ্টেন জেমস কুকের জাহাজের
সাগরের বুকে বিরামহীন দাপিয়ে বেড়ানো এমন হাতে গোনা কিছু জাহাজ আছে যেগুলো আবিষ্কার করেছে নতুন অঞ্চল। বদলে দিয়েছে মানব সভ্যতার গতিপথ। এগুলোর মধ্যে ইতিহাস সৃষ্টিকারী কিছু জাহাজ আছে যেগুলো হারিয়ে গেছে সমুদ্রের গভীরে, ইতিহাসের অন্ধকারে। রহস্যে ঘেরা ঐতিহাসিক সেসব জাহাজকে ঘিরে তৈরি হয় লোক কাহিনী, উপকথা। এইচ এম বার্ক এনডেভার (হিজ ম্যাজিস্টিস বার্ক এনডেভার) সেরকমই এক জাহাজ। প্রশান্ত মহাসাগরে এই জাহাজ নিয়েই প্রথম সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়েছিলেন ক্যাপ্টেন জেমস কুক।
ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অভিযাত্রী হয়ে প্রশান্ত মহাসাগরে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন। আবিষ্কার করেছেন ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া যাওয়ার নৌপথ। অস্ট্রেলিয়া মহাদেশের উল্লেখযোগ্য অংশ আবিষ্কারের পাশাপাশি নিউজিল্যান্ডে প্রথম পা ফেলেন তিনিসহ তার নাবিকরা। এর ভিত্তিতে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিস্তারিত মানচিত্র তৈরি করেন তিনি। সাগর পথে তার তিনটি অভিযাত্রায় বিশ্ব মানচিত্রে সংযোজিত হয় অনাবিষ্কৃত অস্ট্রেলীয় ভূখণ্ড। আর তার এই অভিযাত্রার বাহন ছিল এনডেভার। ১৭৬৮ থেকে ১৭৭১ সালের সে সময়গুলোতে উত্তাল সাগরের ঢেউয়ের সাথে পাল্লা দিয়েছে এনডেভার। ইতিহাসের বিশেষ পরিস্থিতিতে ২৫০ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ খুঁজে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তারা জানিয়েছেন, উপকূল থেকে মাত্র ৫০০ মিটার দূরে ১৪ মিটার গভীরতায় ২৫০ বছরের পলির নিচে পড়ে আছে জেমস কুকের এনডেভার।
old('details') }}