ঢাকা শুক্রবার ০৯ পৌষ ১৪৩১ রাত ০৬:৪৩:১২ (09-Jan-2026)

ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

খোঁজ মিলল ক্যাপ্টেন জেমস কুকের জাহাজের

খোঁজ মিলল ক্যাপ্টেন জেমস কুকের জাহাজের


সাগরের বুকে বিরামহীন দাপিয়ে বেড়ানো এমন হাতে গোনা কিছু জাহাজ আছে যেগুলো আবিষ্কার করেছে নতুন অঞ্চল। বদলে দিয়েছে মানব সভ্যতার গতিপথ। এগুলোর মধ্যে ইতিহাস সৃষ্টিকারী কিছু জাহাজ আছে যেগুলো হারিয়ে গেছে সমুদ্রের গভীরে, ইতিহাসের অন্ধকারে। রহস্যে ঘেরা ঐতিহাসিক সেসব জাহাজকে ঘিরে তৈরি হয় লোক কাহিনী, উপকথা। এইচ এম বার্ক এনডেভার (হিজ ম্যাজিস্টিস বার্ক এনডেভার) সেরকমই এক জাহাজ। প্রশান্ত মহাসাগরে এই জাহাজ নিয়েই প্রথম সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়েছিলেন ক্যাপ্টেন জেমস কুক।ব্রিটিশ নাবিক ক্যাপ্টেন জেমস কুক অভিযাত্রী হয়ে প্রশান্ত মহাসাগরে হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়েছেন। আবিষ্কার করেছেন ব্রিটেন থেকে অস্ট্রেলিয়া যাওয়ার নৌপথ। অস্ট্রেলিয়া মহাদেশের উল্লেখযোগ্য অংশ আবিষ্কারের পাশাপাশি নিউজিল্যান্ডে প্রথম পা ফেলেন তিনিসহ তার নাবিকরা। এর ভিত্তিতে ইংল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়ার বিস্তারিত মানচিত্র তৈরি করেন তিনি। সাগর পথে তার তিনটি অভিযাত্রায় বিশ্ব মানচিত্রে সংযোজিত হয় অনাবিষ্কৃত অস্ট্রেলীয় ভূখণ্ড। আর তার এই অভিযাত্রার বাহন ছিল এনডেভার। ১৭৬৮ থেকে ১৭৭১ সালের সে সময়গুলোতে উত্তাল সাগরের ঢেউয়ের সাথে পাল্লা দিয়েছে এনডেভার। ইতিহাসের বিশেষ পরিস্থিতিতে ২৫০ বছর আগে ডুবে যাওয়া সেই জাহাজ খুঁজে পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তারা জানিয়েছেন, উপকূল থেকে মাত্র ৫০০ মিটার দূরে ১৪ মিটার গভীরতায় ২৫০ বছরের পলির নিচে পড়ে আছে জেমস কুকের এনডেভার। old('details') }}

১ বছর আগে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে  ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার সময়সূচি ও

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার সময়সূচি ও


সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ’ লিখিত পরীক্ষার সময়সূচি ও প্রবেশপত্র ডাউনলোডের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২ জানুয়ারি শুক্রবার সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ২৭ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন।প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে প্রার্থীদের ওয়েবসাইটে গিয়ে ইউজার নেম ও পাসওয়ার্ড অথবা এসএসসির রোল, বোর্ড ও পাসের সাল দিয়ে লগইন করতে হবে। এ ছাড়া প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমেও বিষয়টি জানানো হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রবেশপত্রের রঙিন প্রিন্ট ও প্রার্থীর মূল জাতীয় পরিচয়পত্(এনআইডি/স্মার্টকার্ড) সঙ্গে আনা বাধ্যতামূলক। old('details') }}

২ সপ্তাহ আগে

বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।

বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত থিতিপর্ন বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।


নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন।১৪ ডিসেম্বর রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে উভয়পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা, সামুদ্রিক যোগাযোগ, অনলাইন প্রতারণা প্রতিরোধ, বহুপাক্ষিক সম্পৃক্ততা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ সম্প্রসারণের বিষয়গুলো গুরুত্ব পায়।প্রধান উপদেষ্টা থাইল্যান্ডের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে বলেন, রাষ্ট্রদূতের দায়িত্বকালীন সময়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশাবাদী।তিনি জানান, অন্তর্বর্তী সরকার বাংলাদেশের আসিয়ানে সদস্যপদ অর্জনের উদ্যোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে নিচ্ছে। ১১ সদস্যবিশিষ্ট এ আঞ্চলিক জোট বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে।ড. ইউনূস আশা প্রকাশ করেন, এ উদ্যোগে থাইল্যান্ড বাংলাদেশের পাশে থাকবে। এরই মধ্যে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার প্রস্তাবও দিয়েছে। তিনি বলেন, আমরা বিষয়টিকে খুব গুরুত্ব দিয়ে দেখছি। এটি দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন করবে।থাই রাষ্ট্রদূত জানান, দুই দেশ একটি দ্বিপক্ষীয় মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা শুরু করতে আগ্রহী। তার মতে, এতে বাংলাদেশে থাই বিনিয়োগ বাড়বে এবং পারস্পরিক বাণিজ্য আরও সম্প্রসারিত হবে। থাইল্যান্ডের রানোং বন্দর ও বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের মধ্যে সরাসরি নৌপরিবহন রুট চালুর পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারিতে দুই দেশের শিপিং কর্তৃপক্ষের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শেষে মার্চে এ সেবা চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।প্রধান উপদেষ্টা বাংলাদেশি নাগরিকদের জন্য আরও বেশি ভিসা প্রদানের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, চিকিৎসা, ব্যবসা, শিক্ষা ও পর্যটনের উদ্দেশে ক্রমেই বাংলাদেশিদের থাইল্যান্ড ভ্রমণ বাড়ছে।এ সময় প্রধান উপদেষ্টার এসডিজি-বিষয়ক সমন্বয়ক ও জ্যেষ্ঠ সচিব লামিয়া মোর্শেদ উপস্থিত ছিলেন। old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }} old('details') }}

৩ সপ্তাহ আগে

প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য

তারেক রহমানের দেশে ফেরা প্রত্যাবর্তনের এক অভূতপূর্ব দৃশ্য


ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট—স্বাভাবিক দিনে যে পথে আধা ঘণ্টার বেশি সময় লাগে না, সেই পথেই গতকাল লেগে গেল তিন ঘণ্টা। কারণ, রাস্তার দুই ধারে নেতা-কর্মী-সমর্থকদের সারি, মানুষের ঢল। কেবল নেতা-কর্মী নন, অনেকেই এসেছেন ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথ যেন লোকারণ্য হয়ে ওঠে।প্রায় দেড় যুগের নির্বাসন শেষে গতকাল বৃহস্পতিবার সপরিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি খালি পায়ে শিশিরভেজা ঘাসে দাঁড়িয়ে ১৭ বছর পর প্রথম দেশের মাটির স্পর্শ নেন।জনজোয়ার ঠেলে বিকেল প্রায় চারটায় তারেক রহমান পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ওঠেন, ১৬ মিনিট বক্তব্য দেন। তিনি সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। নারী, পুরুষ, শিশু এমনকি সব ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে সেটাই তাঁদের চাওয়া বলে জানালেন।ঢাকা বিমানবন্দর থেকে পূর্বাচলের ৩০০ ফুট—স্বাভাবিক দিনে যে পথে আধা ঘণ্টার বেশি সময় লাগে না, সেই পথেই গতকাল লেগে গেল তিন ঘণ্টা। কারণ, রাস্তার দুই ধারে নেতা-কর্মী-সমর্থকদের সারি, মানুষের ঢল। কেবল নেতা-কর্মী নন, অনেকেই এসেছেন ১৭ বছর পর দেশে ফেরা তারেক রহমানকে একপলক দেখার কৌতূহল নিয়ে, কেউবা প্রত্যাবর্তনের একটি স্মরণীয় দিনের সাক্ষী হতে। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথ যেন লোকারণ্য হয়ে ওঠে।প্রায় দেড় যুগের নির্বাসন শেষে গতকাল বৃহস্পতিবার সপরিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হয়েই তিনি খালি পায়ে শিশিরভেজা ঘাসে দাঁড়িয়ে ১৭ বছর পর প্রথম দেশের মাটির স্পর্শ নেন।জনজোয়ার ঠেলে বিকেল প্রায় চারটায় তারেক রহমান পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চে ওঠেন, ১৬ মিনিট বক্তব্য দেন। তিনি সকলের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। নারী, পুরুষ, শিশু এমনকি সব ধর্মের মানুষ যাতে নিরাপদে থাকে সেটাই তাঁদের চাওয়া বলে জানালেন।

২ সপ্তাহ আগে

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক ষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ক

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক ষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক ক

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৪:৪৬

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পাঠানো আনারস উপহার পাওয়ার পর এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ মাছ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট

ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার পাঠানো আনারস উপহার পাওয়ার পর এবার ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম, ইলিশ মাছ ও মিষ্টি উপহার পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোষ্ট

২৮ জুন ২০২৪ সকাল ০৬:৪৮:৪৪

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের বৈঠক

১৪ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৪:৩৪

সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবেঃ বস্ত্র ও পাট মন্ত্রী নানক

সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবেঃ বস্ত্র ও পাট মন্ত্রী নানক

১২ জুন ২০২৪ রাত ০১:১০:১৭

গৌতম লাহিড়ী’র প্রণীত ‘প্রেক্ষিত বাংলাদেশ’ বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার

গৌতম লাহিড়ী’র প্রণীত ‘প্রেক্ষিত বাংলাদেশ’ বইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার

১২ জুন ২০২৪ রাত ১২:৫৯:৪১