• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ১১:৪৩:৪৭ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

০৩:১২ পিএম, ২৮ জানুয়ারী ২০২৩


ক্যাটাগরি

বাংলাদেশ
রাজনীতি
আওয়ামী লীগ

বিএনপি ইস্যু তৈরিতে মরিয়া: শিক্ষামন্ত্রী


শনিবার ২৮শে জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১২



বিএনপি ইস্যু তৈরিতে মরিয়া: শিক্ষামন্ত্রী

চাঁদপুরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

চ্যানেল এস ডেস্ক :

বিএনপি ইস্যু তৈরিতে মরিয়া হয়ে গেছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

 তিনি বলেন, “বিএনপি নতুন কোনো ইস্যু খুঁজে পাচ্ছে না। আজ তারা তত্ত্ববধায়ক সরকারের মৃত ইস্যুতে আন্দোলন করছে। তারা মরিয়া হয়ে যেকোনো ইস্যু তৈরি করার চেষ্টা করছে। তবে তাদের এমন অপচেষ্টা সফল হবে না।”

শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবীণদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, জনসম্পৃক্ততা না থাকলে কোনো ইস্যু হয় না। যেমনটি বিএনপির তথাকথিত আন্দোলনেও। তাই অহেতুক নতুন ইস্যু তৈরি না করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিন।

সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম দেওয়ানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজ, সহকারী কমিশনার (ভূমি) হেদায়েত উল্লাহ শ্রাবণ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা প্রমুখ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ