• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই বৈশাখ ১৪৩১ ভোর ০৫:৩৪:০৯ (27-Apr-2024)
  • - ৩৩° সে:

মস্কোর সাথে শান্তি প্রতিষ্ঠায় আপোস করবে না কিয়েভ: জেলেনস্কি


বৃহঃস্পতিবার ২২শে ডিসেম্বর ২০২২ দুপুর ০২:৪৫



মস্কোর সাথে শান্তি প্রতিষ্ঠায় আপোস করবে না কিয়েভ: জেলেনস্কি

বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। ছবি : সংগৃহীত

রাশিয়ার সাথে শান্তি প্রতিষ্ঠায়, নিজ দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়ে কোনো আপোস করবে না ইউক্রেন। বুধবার (২১ ডিসেম্বর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাতে এ কথা বলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। খবর এনডিটিভির।

খবরে বলা হয়েছে, হোয়াইট হাউজে বৈঠকের পর সংবাদ সম্মেলনে অংশ নেন দুই প্রেসিডেন্ট। সেখানে আবারও শান্তি প্রক্রিয়ার শর্ত তুলে ধরেন জেলেনস্কি। তিনি প্রশ্ন রাখেন, কোনো শান্তি প্রক্রিয়া যুদ্ধে সন্তান হারানো মায়েদের জন্য সান্ত্বনা হতে পারে কি না। এ সময় তিনি রুশ আগ্রাসনের ক্ষতিপূরণ দাবি করেন।

জেলেনস্কি বলেন, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস করতে পারবো না।

একই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ইউক্রেনের অবস্থানকে সমর্থন জানায় যুক্তরাষ্ট্র। মুক্ত, স্বাধীন, সমৃদ্ধ ও নিরাপদ ইউক্রেন নিশ্চিত করাই এখন লক্ষ্য।

একইদিন ক্রেমলিন জানায়, কিয়েভের সাথে শান্তি আলোচনার কোনো সুযোগ আপাতত নেই। ইউক্রেনের রুশ ভাষাভাষীদের সুরক্ষায় সামরিক অভিযান চলবে বলেও সাফ জানিয়ে দেয় তারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ