• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:৩১:৪৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ নারী দল


সোমবার ৫ই ডিসেম্বর ২০২২ বিকাল ০৩:৩০



নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ নারী দল

ছবি সংগৃহীত

প্রথম ম্যাচে ধরাশায়ী হওয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতেও হেরেছে বাংলাদেশ নারী দল। টাইগ্রেসদের ৩৭ রানে হারিয়ে, এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। 

ডানেডিনে রোববার (০৪ ডিসেম্বর) নিউজিল্যান্ডের দেয়া ১৪৯ রানের জবাবে ৮ উইকেটে হারিয়ে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের ইনিংস থেমেছে ১১১ রানে। 

এর আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় কিউইরা। এমিলিয়া কেরের সর্বোচ্চ ৪৬ রানে ভর করে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেটে স্কোরবোর্ডে ১৪৮ রান তোলে 'হোয়াইট ফার্নরা'। বাংলাদেশের পক্ষে ২২ রান খরচায় জাহানারা আলম তুলে নেন ২টি উইকেট। জবাব দিতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। 

মাঝে নিগার ‍সুলতানা জ্যোতির ৩১ ও শারমিন আক্তারের ২২ রানে লড়াই চালিয়ে যায় টাইগ্রেসরা। তবে, প্রয়োজনীয় রানরেটের সঙ্গে পাল্লা দিতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১১১ রান করতে সক্ষম হয় তারা। আর তাতে তিন ম্যাচের টি-টোয়েন্টির সিরিজে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করে কিউইরা। ৭ ডিসেম্বর কুইন্সটাউনে অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। 

এর আগে প্রথম টি-টোয়েন্টিতে ১৩২ রানের বড় ব্যবধানে হারে জ্যোতিরা। স্বাগতিকদের দেয়া ১৬৫ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে মাত্র ৩২ রানে। যা টাইগ্রেসদের টি-টোয়েন্টি ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় রানের লজ্জার রেকর্ড। এর আগে ২০১৮ সালে কক্সবাজারে পাকিস্তানের বিপক্ষে ৩০ রানে অলআউট হয়েছিল সালমারা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ