• ঢাকা
  • |
  • বুধবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ০১:৫২:২৯ (24-Apr-2024)
  • - ৩৩° সে:

ইরান ৪০টি টারবাইন দিবে রাশিয়াকে


বুধবার ২৬শে অক্টোবর ২০২২ সন্ধ্যা ০৬:০৮



ইরান ৪০টি টারবাইন দিবে রাশিয়াকে

No Caption

রাশিয়াকে ৪০টি টারবাইন সরবরাহ করার ঘোষণা দিয়েছে ইরান। 

গ্যাসশিল্পে সহায়তা করতে স্থানীয় সময় গতকাল রোববার এ ঘোষণা দিয়েছে তেহরান। রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে এ ঘোষণা দিলো ইরান। খবর এএফপির।

প্রতিবেদনে বলা হয়েছেন, ইরানের গ্যাস ইঞ্জিনিয়ারিং ও ডেভেলপমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা নৌশাদি বলেছেন, ইরানের শিল্পসংক্রান্ত সফলতা ক্ষেপণাস্ত্র ও ড্রোনে সীমাবদ্ধ নয়। গ্যাসশিল্পের জন্য প্রয়োজনীয় সুবিধা ও সরঞ্জামগুলোর ৮৫ শতাংশ ইরানের ভেতরে নির্মিত হয়। ইরান এ সক্ষমতার ভিত্তিতে তাদের তৈরি ৪০টি টারবাইন রাশিয়ায় রফতানি করতে চুক্তিতে সই করেছে। 

তবে কোথায় এ চুক্তি সই হয়েছে ও কখন টারবাইনগুলো সরবরাহ করা হবে, তা স্পষ্ট করেননি নৌশাদি। ইউক্রেনের সঙ্গে যুদ্ধের কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় রাশিয়া ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস সরবরাহ কমিয়েছে ও স্থগিত করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্রেমলিন বলেছে, নিষেধাজ্ঞার কারণে রাশিয়া গ্যাস অবকাঠামো যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারছে না। কানাডায় সিমেন্স টারবাইন মেরামতের জন্য দেয়া হয়েছিল। কিন্তু সেটি ফেরত আনা যাচ্ছে না।

গত সেপ্টেম্বর মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্লাদিভোসতক ফোরামে বলেছেন, আমাদের টারবাইন দিন। আমরা আগামীকাল থেকেই নর্ড স্ট্রিম লাইন চালু করবো। রাশিয়া ও জার্মানির মধ্যে গ্যাস সরবরাহের প্রধান লাইন হচ্ছে নর্ড স্ট্রিম।

মন্তব্য করুনঃ