• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩১:৪৮ (18-Apr-2024)
  • - ৩৩° সে:

রভম্যানের ব্যাটিং ঝড়ে এমিরেটসকে থামিয়ে জয়ে ফিরল দুবাই


সোমবার ২৩শে জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১০



রভম্যানের ব্যাটিং ঝড়ে এমিরেটসকে থামিয়ে জয়ে ফিরল দুবাই

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

উড়ছিল এমআই এমিরেটস, আর টানা তিন হারে ধঁকছিল দুবাই ক্যাপিটালস। অবশেষে পঞ্চম ম্যাচে দ্বিতীয় জয়ের দেখা পেলো তারা। রোভম্যান পাওয়েলের ব্যাটিং ঝড়ে ২২২ রানের পাহাড় গড়ে দুবাই, যার চূড়ায় উঠতে পারেনি এমিরেটস। টানা তিন ম্যাচ জেতার পর তারা হেরেছে লড়াই করে। 

১৬ রানে জিতেছে দুবাই। মাত্র ৩ উইকেট হারিয়ে তারা এই আসরের সর্বোচ্চ রান করে। জবাবে ৫ উইকেটে ২০৬ রানে থামে এমিরেটস। 

মাত্র ৬ ওভারে ৫৯ রান তুলেছিল দুবাই, কোনো উইকেট না হারিয়ে। রবিন উথাপ্পা ও জো রুটের জুটি ভাঙে নবম ওভারে, দলীয় ৭৮ রানে। ২৬ রানে থামেন উথাপ্পা। এরপর রুট ও রোভম্যানের ব্যাটিং দাপট। ইনিংসের ১৯তম ওভারে ভেঙে যায় ১১৯ রানের জুটি। ৫৪ বলে ৮ চার ও ৩ ছয়ে ৮২ রান করেন রুট। রোভম্যান শেষ বলে আউট হন। শেষ ওভারে তিন ছয় মেরে সেঞ্চুরির দিকে ছুটছিলেন এই উইন্ডিজ ব্যাটসম্যান। শেষ বলে লাগতো তিন রান, কিন্তু স্মিডের ক্যাচ হন। ৪১ বলে চারটি চার ও ১০ ছয়ে ৯৭ রানে থামেন রোভম্যান। পরে বল হাতে ২৮ রান দিয়ে ১ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা। 

লক্ষ্যে নেমে দুবাইয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে পেরে ওঠেনি এমিরেটস। ২৬ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। যদি কিয়েরন পোলার্ড ঝড় তুলে লড়াইয়ের আভাস দেন। ৩৮ বলে ৮ চার ও ৬ ছয়ে ৮৬ রানে তিনি আউট হওয়ার পর নাজিবউল্লাহ জাদরান ও স্যামিট প্যাটেল ব্যবধান কমাতে থাকেন। শেষ পর্যন্ত তাদের থামতে হয় ২০৬ রানে। নাজিবউল্লাহ ৯ বলে ৩০ ও স্যামিট ৬ বলে ১৮ রান করেন। 

৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে এমিরেটস টেবিলের তৃতীয় স্থানে। ৫ ম্যাচে ৪ পয়েন্ট পেয়ে চারে দুবাই।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ