• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:১৯:৩৯ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

‘সৌভাগ্যবশত’ আমার এক টাকার সম্পত্তিও নাই: তাকসিম


মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১০



‘সৌভাগ্যবশত’ আমার এক টাকার সম্পত্তিও নাই: তাকসিম

তাকসিম এ খান, ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

নিজের এক টাকার সম্পত্তিও নাই, এমন দাবি করেছেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান। বললেন, ‘সৌভাগ্যবশত আমার এক টাকার সম্পত্তিও নাই। এই কারণে সৌভাগ্যবশত, আল্লাহ-তায়ালা আমাকে অন্যদিক থেকে দিয়ে দিয়েছে। আমার শ্বশুড়বাড়ির সম্পত্তি আমার স্ত্রীর নামে। কাজেই সেগুলো তো আমার। তাই ঢাকায় আমার কোনো জমি কিনতে হয়নি।’

মঙ্গলবার (১০ জানুয়ারি) রাজধানীর ওয়াসা ভবনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আরও বললেল, আমি জীবনে কোনোদিন হারাম পয়সা খাইনি। আমার সমস্ত আয় হালাল। আমেরিকায় যেটা ছিল, সেটাও হালাল। এখন যেটা আছে, সেটাও হালাল; ভবিষ্যতে যতদিন বাঁচবো হালালই থাকবে।

এ সময় যুক্তরাষ্ট্রে ১৪টি বাড়ির অভিযোগ অস্বীকার করেছেন তাকসিম এ খান। জানান, ওইসব বাড়ির শুধুমাত্র একটি তার স্ত্রীর কেনা। বাকিগুলোতে আগে ভাড়া থাকতেন তার স্ত্রী। তার স্ত্রী যুক্তরাষ্ট্রে সরকারি চাকরি করেন। ১৯৯৫ সাল থেকে তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের নাগরিক। এসব বাড়ি, অর্থনৈতিক লেনদেন নিয়ে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে উল্লেখ্য করে গণমাধ্যমে প্রকাশিত বিষয়টিকে স্টান্টবাজি বলে মন্তব্য করেন তিনি।

দুর্নীতি দমন কমিশনে (দুদক) তার বিরুদ্ধে অভিযোগ ইস্যুতে তাকসিম এ খান বলেন, ঢাকা ওয়াসার ভালো কাজ দেখে যাদের ক্ষতি হয়, তারাই এমন অভিযোগ করেন। ঢাকা ওয়াসার এমডি পদের চাকড়ি ছেড়ে দিতে চাইছি বহুবার। আমাকে অনুরোধ করে রাখা হয়েছে। বলা হয়েছ, যে পরিবর্তনটা করছেন, সেটা করে যান, শেষ করে যান।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ