• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:০৩:৩৪ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্রমাগত দুর্যোগে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১৮



ক্রমাগত দুর্যোগে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

একের পর এক দুর্যোগে বিপর্যস্ত ক্যালিফোর্নিয়া। আরও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। তিন সপ্তাহ ধরে চলা ভারী বৃষ্টিতে বাস্তুচ্যুত হয়ে পড়েছে প্রায় দুই লাখ বাসিন্দা। প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে ২০ জনে। ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধারে কাজ করছে জরুরি বিভাগ। খবর ।

তীব্র ঠান্ডায় ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন অনেকে। অনেক এলাকার আশ্রয়কেন্দ্রগুলো পানিতে তলিয়ে গেছে। দেখা দিয়েছে খাবার পানির চরম সংকট। স্যানিটেশন ব্যবস্থার অভাবে বিশৃংখল হয়ে পড়েছে পরিস্থিতি। তীব্র বাতাস ও ঝড়ো হাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে লাখ লাখ বাড়িঘর, স্থাপনা। ক্ষয়ক্ষতি কমাতে কাজ করে যাচ্ছে স্থানীয় প্রশাসন। পানিবন্দি বাসিন্দাদের পাঠানো হয়েছে ত্রাণ। ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে, আশঙ্কা আবহাওয়া অধিদফতরের। গেলো দুই সপ্তাহে দুই দফা শক্তিশালী ঝড় আঘাত হানে অঞ্চলটিতে।

মন্তব্য করুনঃ