• ঢাকা
  • |
  • শনিবার ৭ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৫৭:৫৫ (20-Apr-2024)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৯


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১০



যুক্তরাষ্ট্রে টর্নেডোয় নিহত ৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে আঘাত হানা টর্নেডোয় ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কতৃপক্ষ। আহত হয়েছে অর্ধশতাধিক। আরও ৩৫টি সম্ভাব্য ঝড়ের আশঙ্কা করছে দেশটির আবহাওয়া অধিদফতর। খবর এপি’র।

অ্যালাবামায় গুরুতর আহত ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ভয়াবহ টর্নেডোর আঘাতে লণ্ডভণ্ড হয়েছে দেশটির দক্ষিণাঞ্চল। ক্ষতিগ্রস্থ হয়েছে অ্যালাবামা, জর্জিয়া অঙ্গরাজ্য ও সেলমা শহর।

কর্তৃপক্ষ জানায়, লোকালয়ে ৩২ কিলোমিটার পর্যন্ত চলে টর্নেডোটি। এতে ভেঙে পড়ে গাছপালা, ক্ষতিগ্রস্থ হয় বহু ঘরবাড়ি, স্থাপনা। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় কঠিন হয়ে উঠেছে উদ্ধারকাজ। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় এখনো বিদ্যুৎবিচ্ছিন্ন বেশ কিছু এলাকা। বিভিন্ন স্থানে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়াদের উদ্ধার করে জরুরি বিভাগ।

বুধবার (১১ জানুয়ারি) অন্তত ২০ টি টর্নেডো আঘাত হানে অঞ্চলটিতে। তাণ্ডব চালে বৃহস্পতিবার পর্যন্ত। গ্রিফিন শহরে কয়েক ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি করা হয়।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ