• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৫:১৭:২৬ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

শান্তিরক্ষায় কঙ্গোর পথে বিমানবাহিনীর ১৫৩ সদস্য


শনিবার ২৮শে জানুয়ারী ২০২৩ সকাল ১১:১৮



শান্তিরক্ষায় কঙ্গোর পথে বিমানবাহিনীর ১৫৩ সদস্য

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

বাংলাদেশ বিমান বাহিনীর ১৫৩ সদস্যের একটি কন্টিনজেন্ট প্রতিস্থাপিত হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে। শুক্রবার (২৭ জানুয়ারি) গভীর রাতে কঙ্গোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে দলটি। কঙ্গোতে দুইটি কন্টিনজেন্টে মোট ২৫২ জন শান্তিরক্ষী প্রতিস্থাপন করবে বাংলাদেশ বিমান বাহিনী।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাকী সদস্যরা আগামী ১৬ ফেব্রুয়ারি কঙ্গোতে অবস্থিত আরেকটি কন্টিনজেন্টকে প্রতিস্থাপন করবেন। বাংলাদেশ বিমান বাহিনীর এ দুটি কন্টিনজেন্ট ইউটিলিটি এভিয়েশন ইউনিট-২০ ও এয়ার ট্রান্সপোর্ট ইউনিট-১৩ সদস্যদের নিয়ে গঠিত হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে শান্তিরক্ষীদের বিদায় জানান সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ এইচ এম ফজলুল হক।

প্রসঙ্গত, কঙ্গোয় বিবাদমান সংঘাত নিরসনে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা অত্যন্ত দক্ষতা, পেশাদারিত্ব এবং আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে আসছে। দেশটির সরকার এবং জনসাধারণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর শান্তিরক্ষীরা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ