• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৭:৩৫:০৯ (09-May-2024)
  • - ৩৩° সে:

নতুন বলের সুবিধা নিতে পারছে না বাংলাদেশ


শনিবার ৭ই অক্টোবর ২০২৩ সকাল ১১:৩৫



নতুন বলের সুবিধা নিতে পারছে না বাংলাদেশ

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ধর্মশালায় সকালে পেসাররা কিছুটা হলেও বাড়তি সুবিধা পান। সে হিসেবেই হয়তোবা টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন সাকিব। বাংলাদেশের হয়ে বল হাতে ইনিংস শুরু করা তাসকিন প্রথম ওভারটায় বেশ আঁটসাঁট বোলিং করেছিলেন। তবে এরপর লাইন-ল্যান্থে খানিকটা ঘাটতি। অপর প্রান্তে শরিফুল ইসলামও নতুন বলের বাড়তি সুবিধা নিতে পারছেন না। ফলে ভালো শুরুই পেয়েছে আফগানিস্তান। ৫ ওভার শেষে বিনা উইকেটে তারা স্কোরবোর্ডে তুলেছে ২৭ রান।

গত ৫ অক্টোবর পর্দা উঠেছে বিশ্বকাপের এবারের আসরের। তবে আজই প্রথম মাঠে নেমেছে বাংলাদেশ। ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিং করছে টাইগাররা।

ভারত মিশনে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত একাদশই গড়েছে বাংলাদেশ। দলে আছেন তিন পেসারের সঙ্গে দুই স্পিনার। সাকিব আল হাসান, মেহেদি হাসান মিরাজের মতো অলরাউন্ডার একাদশে থাকায় ব্যাটিংয়ে লাইনআপও বেশ লম্বা হয়েছে।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), মোহাম্মদ নবী, নজিবুল্লাহ জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর-রহমান, নাভিন-উল-হক ও ফজলহক ফারুকি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ