• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ বিকাল ০৩:১২:৪৯ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ


রবিবার ১২ই মার্চ ২০২৩ বিকাল ০৩:১৫



সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

প্রথমবারের মতো ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ জয়ের সামনে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ জিতলে এক ম্যাচ আগেই সিরিজ নিজেদের করে নেবে স্বাগতিকরা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্যে জয় হয়েছে বাংলাদেশ অধিনায়ক সাকিবের। সেখানে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

রোববার (১২ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ৩টায়। ম্যাচটি সরাসরি দেখাবে গাজী টিভি ও টি-স্পোর্টস। 

এ ম্যাচে বাংলাদেশ দল একটি পরিবর্তন করেছে। স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের জন্য জায়াগা ছেড়ে দিতে হয়েছে শামীম পাটোয়ারীকে। অন্যদিকে সফরকারি ইংলিশরাও একাদশে একটি পরিবর্তন করেছে। মার্ক উডের জায়গায় খেলানো হচ্ছে লেগ স্পিনার রেহান আহমেদকে। ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি অভিষেক হলো তার।

দু’দলের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়নদের টি-টোয়েন্টি ফরম্যাটে ৬ উইকেটে পরাজতি করে।

বাংলাদেশ স্কোয়াড
রনি তালুকদার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।

ইংল্যান্ড স্কোয়াড
ফিল সল্ট, ডেভিড মালান, জস বাটলার (অধিনায়ক), বেন ডাকেট, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ