• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৭ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৪১:৩৫ (30-Apr-2024)
  • - ৩৩° সে:

কন্যার কী নাম রাখলেন রাজ-শুভশ্রী ?


শুক্রবার ১লা ডিসেম্বর ২০২৩ সকাল ১১:১৭



কন্যার কী নাম রাখলেন রাজ-শুভশ্রী ?

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

খেলার সঙ্গী পেয়েছে শুভশ্রী-রাজ দম্পতির ছেলে ইউভান। কেননা আজ বৃহস্পতিবার ফের মা হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী। জন্ম দিয়েছেন এক কন্যা সন্তানের। সামাজিক মাধ্যমে এ খবর জানিয়েছেন রাজ চক্রবর্তী। এবার জানা গেল শুভ-কন্যার নাম। 

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে ইউভানের মতো কন্যারও ব্যতিক্রম নাম রেখেছেন রাজশ্রী দম্পতি। মেয়ের নাম রাখা হয়েছে ইয়ালিনী চক্রবর্তী। ইয়ালিনী মূলত দেবী সরস্বতীর একটি নাম। 

আরও একটি অর্থ আছে রাজশ্রী কন্যার নামের। সেটি হলো সংগীত, সুর। আগে থেকেই কন্যা সন্তান কামনা করেছিলেন শুভশ্রী। নামও যে ভেবে রেখেছিলেন ইউভানের সঙ্গে মিলে যাওয়ায় সেটি স্পষ্ট। 

আজ ৩০ নভেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন শুভশ্রী। জন্মের পর নিজের এক্স অ্যাকাউন্টে রাজ লেখেন, আমাদের ঘরে ছোট্ট এক গুচ্ছ ভালোবাসার আগমন ঘটেছে। আমাদের ছোট্ট রাজকন্যার জন্য আশীর্বাদ ও ভালোবাসা চাই। 

তবে কন্যার ছবি প্রকাশ করেননি রাজ। ধারণা করা হচ্ছে আপাতত সন্তানের মুখ দেখাবেন না তারা। হাসপাতাল সূত্রে জানা গেছে, মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। 

২০২০ সালে লকডাউনের সময় জন্ম হয় শুভশ্রী-রাজের প্রথম সন্তান ইউভানের। দ্বিতীয় সন্তান নেওয়ার পরিকল্পনা করতে বেশি সময় নেননি তারা। কেননা দুজনেই চেয়েছিলেন ইউভানের যেন একজন খেলার সঙ্গী আসে। 

বিষয়টি নিয়ে সেসময় ভারতীয় সংবাদমাধ্যমকে রাজ বলেছিলেন, সবটাই পরিকল্পিত। আমি-শুভ ঠিক করেছিলাম ইউভানের তিন বছর হতেই ওর একজন খেলার সঙ্গী নিয়ে আসতে হবে। সেই মতোই সবটা হচ্ছে। যদি কেউ ভাবে আনপ্ল্যান্ড তা কিন্তু একেবারেই নয়।”

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ