• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই চৈত্র ১৪৩০ রাত ০৯:১৭:১৫ (28-Mar-2024)
  • - ৩৩° সে:

ফাইনালের লক্ষ্যে আজ সিলেট-রংপুরের লড়াই


মঙ্গলবার ১৪ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ১২:৪৩



ফাইনালের লক্ষ্যে আজ সিলেট-রংপুরের লড়াই

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

রংপুর ও সিলেটের সামনে শেষ সুযোগ। ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফারে মুখোমুখি হবে দু’দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচ। জয়ী দল বৃহস্পতিবারের ফাইনালে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। 

মটরসাইকেল রেসে মাশরাফী নাকি নূরুল হাসান সোহান এগিয়ে যাবেন? যে জিতবেন সেই পৌঁছে যাবেন শিরোপার মঞ্চে। 

দারুণ শুরু করা সিলেট শেষদিকে এসে কিছুটা ধুঁকছে। হেরেছে তিন ম্যাচের দুটিতে। যার মূলে দুই পাকিস্তানি ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ আমিরের অভাব। 

দেশিদের মধ্যে তৌহিদ হৃদয়, নাজমুল শান্ত, রেজাউর রহমানরা সিলেটের ভরসা। মাশরাফীর অধিনায়কত্বে প্রথম শিরোপার জন্য লড়ছে সিলেট। 

সে লড়াইয়ে প্রথম সুযোগটা হাতছাড়া হয়েছে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লার সঙ্গে হেরে। প্লে অফে বিদেশি চমকে অন্যদের চেয়ে পিছিয়ে সিলেট। জর্জ লিন্ডে, শফিকুল্লাহ গাফারি, রায়ান বার্ল, ইসুরু উদানারা, আমির, ইমাদের অভাব পূরণ করতে পারছে না। 

মাশরাফী-মুশফিকদের সামনে শেষ সুযোগ। যেখানে দেশিরাই মূল ভরসা। তৌহিদ হৃদয়-নাজমুল শান্তদের ব্যাটে ফাইনালের আশা দেখছে স্ট্রাইকার্স। 

সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল বলেন, আমরা কনসিসটেন্টলি ভালো খেলে এসেছি। একটা এরকম দিন আমাদের খারা গিয়েছে। এটা নিয়ে যদি আমরা বেশি চিন্তা করি বা খেলোয়াড়দের বেশি ভাবাই তাহলে তারা তাদের সেলে ঢুকে যাবে। আমরা চাচ্ছি যে সেই স্বাধীনতাটা থাকুক। 

এলিমিনেটর ম্যাচে বরিশালকে হারিয়ে আত্মবিশ্বাসী রংপুর রাইডার্স। আত্মবিশ্বাসের আরেক কারণ লিগ পর্বে সিলেটকে দুবার হারানো। তবে নকআউট ম্যাচ মানেই অনিশ্চিত গন্তব্য। জিতলেও একাদশ নিয়ে প্রশ্ন থেকেই গেছে। 

আগের ম্যাচে বিদেশির মেলা বসলেও কোয়ালিফায়ারে বিদেশি সঙ্কট রংপুর স্কোয়াডে। চার আফগান মুজিব উর রহমান, আজমতউল্লাহ ওমরযাই, রহমানউল্লাহ গুরবাজ আর নাভিন উল হক বিদায় নিয়েছেন। আছেন কেবল ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরান, দাসুন শানাকা ও অ্যারন জোন্স ম্যাচের দিন চমক হয়ে আসতে পারেন নতুন কোনো তারকা। 

তবে মিরপুরের উইকেটে রনি তালুকদার, নাঈম শেখ, শামীম পাটোয়ারির মত দেশিদের যে কেউ বড় ইনিংস খেললে কাজটা সহজ হয়ে যাবে রংপুরের জন্য। 

রংপুর রাইডার্সের বোলিং কোচ মোহাম্মদ রফিক বলেন, আমাদের ছেলেরা যেভাবে খেলে যাচ্ছে, দুর্দান্ত। সিলেটকে কিন্তু আমরা আগেও হারিয়েছি। সুতরাং আমরা সিলেটের সঙ্গে নরমাল ক্রিকেটেই খেলব। যেটা আমরা আগে থেকে খেলে এসেছি। 

সিলেটের প্রথম আর রংপুরের সামনে দ্বিতীয় শিরোপার হাতছানি।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ