• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই বৈশাখ ১৪৩১ রাত ০৯:৩৫:৫৭ (23-Apr-2024)
  • - ৩৩° সে:

মোদিকে ‘হত্যার আহ্বান’, ভারতজুড়ে তোলপাড়


সোমবার ১২ই ডিসেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:২২



মোদিকে ‘হত্যার আহ্বান’, ভারতজুড়ে তোলপাড়

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘হত্যার আহ্বান’ জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের সিনিয়র এক নেতা। দেশটির মধ্য প্রদেশ রাজ্য কংগ্রেসের ওই নেতার নাম রাজা পাতেরিয়া। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

রাজা পাতেরিয়াকে এক ভিডিওতে বলতে শোনা যায়, ‘মোদি আমাদের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেবে। আমাদের জাতি-ধর্ম-ভাষার ভিত্তিতে বিভাজিত করবে। দেশে দলিত, উপজাতি এবং সংখ্যালঘুরা এখন বিপদের মধ্যে আছে। তাই যদি দেশের সংবিধান রক্ষা করতে চান, তবে মোদিকে হত্যা করতে প্রস্তুত হন

মধ্য প্রদেশ কংগ্রেসের সিনিয়র নেতা পাতেরিয়া সম্প্রতি নিজ দলের নেতাকর্মীদের এক সমাবেশে দেয়া ভাষণে বিতর্কিত এ মন্তব্য করেন। এরই মধ্যে তার এ মন্তব্য ভারতজুড়ে তীব্র সমালোচনার সূচনা করেছে। পাতেরিয়াকে গ্রেফতার করার দাবি জানিয়েছে নরেন্দ্র মোদির দল বিজেপি।

তবে পাতেরিয়া অবশ্য তার বক্তব্য ভাইরাল হওয়ার পরপরই ‘হত্যা’ করা বলতে কী বুঝিয়েছেন, তা নিয়ে ব্যাখ্যা দেন। তার দাবি, তিনি ‘হত্যা করা’ বলতে পরাজিত করাকে বুঝিয়েছেন। পাতেরিয়া এটাও বলেছেন যে, তিনি গান্ধীর আদর্শে বিশ্বাসী। তবে তার এই ব্যাখ্যা মানতে নারাজ বিজেপি।

মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহান পাতেরিয়ার এই মন্তব্যকে ঘিরে একহাত নিয়েছেন রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রাকে। তিনি বলেছেন, ‘ভারত জোড়ো যাত্রার নামে নাটক করার আসল উদ্দেশ্য বেরিয়ে এসেছে।

এদিকে পুলিশকে কংগ্রেস নেতা ও সাবেক প্রতিমন্ত্রী রাজা পাতেরিয়ার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে মধ্য প্রদেশের রাজ্য সরকার।  

মন্তব্য করুনঃ