• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ রাত ০৩:০২:১৭ (17-Apr-2024)
  • - ৩৩° সে:

ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত; স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬


বুধবার ১৮ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৪২



ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত; স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৬

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: 

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছেই একটি কিন্ডারগার্টেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটেছে। এরমধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

এই দুর্ঘটনায় দুই শিশুও মারা গেছে। ১০ জনকে চিকিৎসা দিতে হাসপাতালে নেওয়া হয়েছে। 

মন্ত্রী দেনিস মোনাসতিরস্কি ছাড়াও আরও আটজন ওই হেলিকপ্টারে ছিলেন। তার প্রধান সহকারী মন্ত্রী ও স্বরাষ্ট্রসচিবও মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। হেলিকপ্টারটি শহরতলী ব্রোভারিতে এসে বিধ্বস্ত হয়। 

ইউক্রেনের জাতীয় পুলিশ প্রধান ইহর ক্লিমেনকো ফেসবুকে জানিয়েছেন, হেলিকপ্টারটি রাষ্ট্রীয় জরুরি সেবা বিভাগের। 

কিন্ডারগার্টেনের পাশেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর আগুন ধরে যায়। স্কুলভবন থেকে শিশু ও অন্যান্যনের সরিয়ে নেওয়া হয়। একটি জলন্ত ভবনের বাইরে হেলিকপ্টারটির ভাঙা অংশ পড়ে থাকতে দেখা যায়। 

দুর্ঘটনার সময় অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন ছিল। প্রাথমিক প্রতিবেদনে দেখা যায়, বিধ্বস্ত হওয়ার আগে হেলিকপ্টারটি আবাসিক ভবনের কাছে থাকা কিন্ডারগার্টেনে আঘাত হানে। 

এই পর্যন্ত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে যাদের মধ্যে ১০ জন শিশু রয়েছে বলে জানিয়েছেন ক্লিমেনকো।

মন্তব্য করুনঃ