• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:১৪:২১ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা


সোমবার ৯ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:১১



অ্যাটলেটিকোকে হারিয়ে শীর্ষে বার্সেলোনা

No Caption

স্পোর্টস ডেস্ক :

অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে তাদের ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। দুই লাল কার্ডের ম্যাচে একমাত্র গোলটি করেছেন ওসমানে ডেম্বেলে। আর এর মাধ্যমে পয়েন্ট টেবিলের শীর্ষে এককভাবে অবস্থান করছে বার্সেলোনা।

ওয়ান্ডা মেট্রোপলিটানোতে এই হাই ভোল্টেজ ম্যাচে সুযোগ হাতছাড়া করেছে দুই দলই। শুরুতে গোল করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন বার্সার পেদ্রি। আর শেষটা সমতায় শেষ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন আঁতোয়ান গ্রিজমান। একমাত্র গোলটি আসে ম্যাচের ২২ মিনিটে, পেদ্রির বিল্ডআপে গাভির অ্যাসিস্ট থেকে স্কোরশিটে নাম তোলেন ডেম্বেলে।

শেষের কয়েক মিনিট দুই দলই খেলে ১০ জন নিয়ে। নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড দেখেন ফেরান তোরেস ও স্তেফান সাভিচ। ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আগের দিন ভিয়ারিয়ালের বিপক্ষে হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে দিয়েগো সিমিওনের অ্যাটলেটিকো।

দেখার বিষয়। তাছাড়া ডিআরএস’র অনুপস্থিতিতে দেশীয় ‘এডিআরএস’ প্রযুক্তি বিপিএলের প্রথম দুইদিনের মতো আরও হাস্যরসের জন্ম দেবে না, সে সম্ভাবনা কম। আর, এরকম অবস্থায় সাকিব আল হাসানের জন্য হয়তো ভক্তদের সমর্থনে কোনো ঘাটতি দেখা যাবে না।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ