• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সন্ধ্যা ০৭:০৫:০৩ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মোহামেডান ক্লাবের ফুটবলাররা


মঙ্গলবার ৩১শে জানুয়ারী ২০২৩ সকাল ১১:৪০



বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মোহামেডান ক্লাবের ফুটবলাররা

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলাররা। ফেডারেশন কাপের ম্যাচ খেলতে গোপালগঞ্জ যাওয়ার পথে বিকট শব্দে ফুটবলারদের বহনকারী বাসের সামনের চাকা বিস্ফোরণ হয়। এতে ফুটবলারদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো ফুটবলার আহত হননি। সকলেই অক্ষত রয়েছেন।

বাসে শুধু ফুটবলাররাই ছিলেন। কোচিং স্টাফরা যাচ্ছিলেন অন্য একটি মাইক্রোবাসে। মোহামেডানের কোচ শফিকুল ইসলাম মানিক গোপালগঞ্জ থেকে জানান, পদ্মা সেতু অতিক্রম করার পর টিম বাসের সামনের চাকা বিস্ফোরিত হয়। তবে কোনো দুর্ঘটনা ঘটেনি। চাকা বদলিয়ে কিছুক্ষণ পর স্বাভাবিকভাবেই ফুটবলাররা গন্তব্যে পৌঁছে। এরপর ফুটবলাররা অনুশীলনও করেছে ভালোভাবে।

মঙ্গলবার (৩১শে জানুয়ারি) ফেডারেশন কাপে ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে হবে এই ম্যাচ।

৪র্থ উইকেট জুটিতে জয়কে সাথে নিয়ে লড়াই চালিয়ে যান পাকিস্তানী হার্ড হিটার আজম খান। ১৭ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলে আজম খান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় খুলনা টাইগার্স। শেষ পর্যন্ত ১৬১ রানে থামে খুলনার ইনিংস। সিলেটের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট পান পেসার রুবেল হোসেন।

এ জয়ের সুবাদে, ১০ ম্যাচে ৮ জয় ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে, ৮ ম্যাচে ২ জয় ও ৬ হারে ৪ পয়েন্ট নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়া কঠিন করে ফেললো খুলনা টাইগার্স।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ