• ঢাকা
  • |
  • বুধবার ৩রা বৈশাখ ১৪৩১ ভোর ০৫:২২:৪৪ (17-Apr-2024)
  • - ৩৩° সে:

রেকর্ড মুনাফা অর্জন করলো ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান শেল


শুক্রবার ৩রা ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১১:৪৬



রেকর্ড মুনাফা অর্জন করলো ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান শেল

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালেও ৪০ বিলিয়ন ডলারের রেকর্ড মুনাফা অর্জন করলো ব্রিটিশ জ্বালানি প্রতিষ্ঠান শেল। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বৃহস্পতিবার কোম্পানিটি জানিয়েছে, এটি তাদের ২০২২ সালের হিসাব। চলমান যুদ্ধে প্রাকৃতিক গ্যাসের পাইকারি মূল্য বৃদ্ধি পাওয়ায় কোম্পানিটির মুনাফা বেড়েছে।

শেল কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়ায়েল সাওয়ান এক বিবৃতিতে বলেছেন, অস্থির বিশ্বে ক্রেতাদের কাছে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহে শেল কোম্পানির সামর্থ্য প্রমাণ হলো।

জ্বালানির বিল পরিশোধে যখন ব্রিটিশরা হিমশিম খাচ্ছেন, সেসময় শেল কোম্পানির রেকর্ড মুনাফায় চলছে সমালোচনা। অনেকেই বলছেন, দরিদ্র ও খেটে খাওয়া মানুষকে বঞ্চিত করে বিদেশে মূল্যবান সম্পদ পাচার করছে শেল। এদিকে মার্কিন কোম্পানি এক্সন মোবিলও একদিন আগে রেকর্ড বার্ষিক মুনাফার ঘোষণা দিয়েছে।

মন্তব্য করুনঃ