• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ সকাল ১০:৫১:৫৬ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

শাহরুখ-সালমান-আমির কে সবচেয়ে বেশি ধনী?


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ দুপুর ০১:৪৫



শাহরুখ-সালমান-আমির কে সবচেয়ে বেশি ধনী?

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: 

বিগত তিন দশক ধরে বলিউডে রাজত্ব করছেন খানেরা। শাহরুখ, সলমান এবং আমির- প্রত্যেক খানের নিজস্ব ঘরানা রয়েছে। প্রত্যেককে ঘিরে ভক্তদের উন্মাদনাও রয়েছে। বলাবাহুল্য, আজও এক সুপারস্টারডম উপভোগ করেন এই তিন তারকা। তবে বয়কট কালচার শুরু হওয়ায়, আমিরের ছবি লাল সিং চড্ডা বক্স অফিসে ম্যাজিক দেখাতে পারেনি। 

তবু তাঁর ফ্যান বেস কিন্তু অবিকৃত রয়েছে। তাই Netfilx -এ মুক্তি পাওয়ার পর ভালো চলেছে আমিরের সিনেমা। এদিকে নয়া বছরে পর্দায় শাহরুখ এবং সলমানের কামাল দেখার অপেক্ষায় রয়েছে লাখ লাখ অনুরাগী। কিসি কা ভাই কিসি কি জান, টাইগার থ্রির মতো ছবিতে দেখা যাবে Salman Khan -কে। 

এদিকে SRK প্রত্যাবর্তন করছেন Pathaan -এর মাধ্যমে। যাই হোক, বলিউডের তিন খানের মধ্যে বন্ধুত্ব রয়েছে ঠিকই। তবে তাঁরা টক্করও দেন পরস্পরকে। কে সবচেয়ে বেশি ধনী? শাহরুখ নাকি সালমান নাকি আমির? ২০২৩ সালে সম্পত্তিবার্ষিক আয় কমপক্ষে ২২০ কোটি টাকা।র নিরিখে বাজিমাত করল কে? জানা যাক। 

সালমান খান: মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে অবস্থিত বিলাসবহুল গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের দু'টি ফ্লোরের মালিক সলমান খান। যার মূল্য কমপক্ষে ১০০ কোটি টাকা। এ তো গেল বাড়ির কথা। এবার আসা যাক সলমানের আয় প্রসঙ্গে। অভিনয় থেকে ভালো টাকা আয় করেন সলমান খান। তাঁর বার্ষিক আয় কমপক্ষে ২২০ কোটি টাকা। প্রতি মাসে ১৬ কোটিরও বেশি টাকা আয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, বিজ্ঞাপন এবং সঞ্চালনা থেকেও মোটা টাকা আয় করেন বলিউডের ভাইজার। তাছাড়া বিয়িং হিউম্যানের টার্নওভার ১.১ কোটি। যদিও ওই টাকা চ্যারিটির খাতে ব্যয় করেন তিনি। ২০২৩ সালে সলমান খানের মোট সম্পত্তির পরিমাণ (Salman KhanNet Worth 2023) ২৮৫০ কোটি টাকা। একাধিক রিপোর্টে সেই দাবিই করা হয়েছে। 

শাহরুখ খান: এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন তিনি অভিনয় থেকে খুব বেশি আয় করেন না। বরং প্রযোজকদের ভালো করে ছবিটা বানানোর পরামর্শ দেন। তাঁর কথায়, "আমি সিনেমা ভালোবাসি। চাই দেশে ভালো ভালো ছবি হোক। তাই প্রযোজকদের বলি, 'আমাকে টাকা দেওয়ার দরকার নেই। ছবির খাতে টাকা বিনিয়োগ করুন। পরে মুনাফা হলে কিছু দেবেন।" ওই সাক্ষাৎকারেই শাহ জানান, তাঁর মূল আয় বিজ্ঞাপন থেকে। তাছাড়া বিভিন্ন অনুষ্ঠান এবং শোতে পারফর্ম করেন তিনি।

এছাড়াও রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কর্ণধার শাহরুখ খান। নিজের সংস্থা থেকে ভালো আয় করেন কিং খান। পাশাপাশি, কলকাতা নাইট রাইডার্সের মালিক তিনি। ফলে IPL থেকেও ভালো মুনাফা লাভ করেন। মুম্বইয়ে মন্নত, দুবাইয়ে জন্নত সহ একাধিক বাড়ি রয়েছে শাহরুখ খানের। অনেকের দাবি, প্রতিদিন ১.৪০ কোটি টাকা আয় করেন অভিনেতা। ২০২৩ সালে দাঁড়িয়ে তাঁর মোট সম্পত্তির পরিমাণ (Shah Rukh Khan Net Worth 2023) কমপক্ষে ৬২৮৪ কোটি টাকা।

আমির খান: বলিউডের পারফেকশনিস্ট আমির খানও কম বড়লোক নন। বান্দ্রার কার্টার রোডে বাড়ি আছে তাঁর। এছাড়াও সাত কোটি টাকা দিয়ে মুম্বইয়ে ফার্মহাউজ কিনেছেন। যা দু' একর জমির উপর বানানো। ফলে পকেটের জোর তাঁরও কম নয়। তবে লো প্রোফাইল মেইন্টেন করেন আমির। তাই তাঁর ধনী হওয়ার বিষয়টি কারও চোখে পড়ে না। ২০২৩ সালের রিপোর্ট বলছে, আমিরের মোট সম্পত্তির পরিমাণ (Aamir Khan Net Worth) ১৮৬২ কোটি টাকা।

তাহলে সলমান, শাহরুখ এবং আমিরের মধ্যে সবচেয়ে বড়লোক কে? হিসাব বলছে, শাহরুখ খানই এক্ষেত্রে এগিয়ে। একসময় বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা ছিলেন তিনি। তবে এখনও টম ক্রুজ, জ্যাকি চ্যান, জর্জ ক্লুনির চেয়ে বেশি বিত্তশালী তিনি। সূত্র: এই সময়

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ