• ঢাকা
  • |
  • শুক্রবার ১৩ই বৈশাখ ১৪৩১ রাত ১০:২৮:৫০ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

কোয়ালিফায়ার্স নিশ্চিতের ম্যাচে দুপুরে মাঠে নামছে রংপুর ও কুমিল্লা


শুক্রবার ১০ই ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:০৭



কোয়ালিফায়ার্স নিশ্চিতের ম্যাচে দুপুরে মাঠে নামছে রংপুর ও কুমিল্লা

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আজ শেষ হচ্ছে লিগ পর্ব। একদিন বিরতি দিয়ে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) আবারও মাঠে ফিরেছে বিপিএল। সাত দলের এ টুর্নামেন্টে ইতোমধ্যেই শেষ চার দল নিশ্চিত হয়েছে। আর তাই জমে উঠেছে শীর্ষ দুইয়ে ওঠার লড়াই। 

বিপিএলে শীর্ষ দুইয়ে থাকার লড়াইয়ে এদিন দুপুর ২টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১১ ম্যাচে ৮ জয় ও ৩ পরাজয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে অবস্থান করছে নুরুল হাসান সোহানের রংপুর। 

অন্যদিকে সমান ম্যাচে সমান জয়ে রান রেটে পিছিয়ে থাকায় পয়েন্ট তালিকার তিনে ইমরুল কায়েসের কুমিল্লা। উত্তেজনায় ভরপুর এই ম্যাচে জয়ী দল তালিকার দুইয়ে থেকে নক-আউট পর্বে পা রাখবে। তবে রান রেটে এগিয়ে থাকলে শীর্ষ দল হিসেবে শেষ চার নিশ্চিতের সুযোগ থাকছে। সেক্ষেত্রে দুইয়ে থেকে শেষ চার নিশ্চিত করবে সিলেট। 

দিনের আরেক ম্যাচে সন্ধ্যা সাতটায় খুলনা টাইগার্সের বিপক্ষে নামবে ফরচুন বরিশাল। তবে শীর্ষ দুইয়ে যাওয়ার সুযোগ না থাকলেও জয়ের ধারায় ফিরতে চাইবে বরিশাল। ১১ ম্যাচে ৭ জয় ও ৪ পরাজয়ে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের চারে সাকিবের দল। 

অন্যদিকে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনা জয় পেয়েছে মাত্র দুই ম্যাচে। আর তাই শেষ ম্যাচে স্বস্তির জয় চাইতেই পারে তামিম ইকবালের দল।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ