• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ০২:৩০:৫৯ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

দুর্নীতি ও চুরির কারণেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে: টুকু


রবিবার ১৫ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৪৭



দুর্নীতি ও চুরির কারণেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে: টুকু

ইকবাল হাসান মাহমুদ টুকু, ফাইল ছবি।

চ্যানেল এস ডেস্ক :

দুর্নীতি ও চুরির কারণেই বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বলেছেন, এর ফলে দেশের দরিদ্র জনগোষ্ঠি আরও দরিদ্র হবে।

রোববার (১৫ জানুয়ারি) সকালে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন তিনি। বলেন, আইএমএফ এর ঋণ পেতেই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। যার প্রভাব জনজীবনে পড়তে শুরু করেছে। এটা গণবিরোধী বলেও মন্তব্য করেছেন বিএনপির এই নেতা।

ইকবাল মাহমুদ টুকু আরও বলেন, সরকারের ভুল পলিসির কারণে জনগণ ভোগান্তি পোহাচ্ছে। মাস্টার প্ল্যানে চললে এমন ভোগান্তি হতো না। সরকার জনগণকে সেবা দেয়ার জন্য বিদ্যুৎ উৎপাদন করেনি। কিছু মানুষকে অর্থনৈতিক সুবিধা দিতেই দাম বাড়ানো হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ