• ঢাকা
  • |
  • শুক্রবার ১৫ই চৈত্র ১৪৩০ রাত ০৯:২১:০১ (29-Mar-2024)
  • - ৩৩° সে:

অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী


বৃহঃস্পতিবার ১২ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৫:১৮



অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

বৈশ্বিক অর্থনীতি বিবেচনায় একটি ন্যায্য ও গ্রহণযোগ্য অর্থনৈতিক ব্যবস্থার জন্য সম্মিলিতভাবে কাজ করার এখনই উপযুক্ত সময়, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ‘ভয়েস অব দ্য সাউথ সামিট ২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলেন তিনি। বলেন, টেকসই বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য সম্মিলিতভাবে কাজ করা প্রয়োজন। মানবতার স্বার্থে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার তাগিদ দেন তিনি।

ভারত সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, এই সম্মেলন বিশ্বজুড়ে সমকক্ষদের সঙ্গে যুক্ত হওয়ার এক অনন্য সুযোগ করে দেবে।

জি-২০ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান বাংলাদেশের সরকার প্রধান। বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জি-২০ প্ল্যাটফর্মকে আরও অর্থবহ করতে হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ