• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৪৭:৫২ (16-Apr-2024)
  • - ৩৩° সে:

ইরানে সাবেক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া


শনিবার ১৪ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮



ইরানে সাবেক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রীর তীব্র প্রতিক্রিয়া

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

গুপ্তচরবৃত্তির অভিযোগে সাবেক প্রতিরক্ষা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করলো ইরান। অভিযুক্ত আলিরেজা আকবরী দ্বৈত ব্রিটিশ নাগরিক ছিলেন। অভিযোগ, তিনি যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার জন্য ইরানে প্তচরবৃত্তি করতেন। এ বিষয়ে টুইটারে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর এএফপির।

শনিবার (১৪ জানুয়ারি) তার মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান। ইরানের বিচারিক বার্তাসংস্থা মিজান এ তথ্য নিশ্চিত করেছে। অভিযোগ আনা হয়, আলিরেজা রাষ্ট্রের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থার কাছে পাচার করছিলেন।

এ ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী টুইটারের এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বলেন, ইরানে ব্রিটিশ-ইরানি নাগরিক আলিরেজা আকবরীর মৃত্যুদণ্ডে আমি আতঙ্কিত। এটি একটি নির্মম এবং কাপুরুষোচিত কাজ।

অভিযোগ করেন, ইরান মানবাধিকারের প্রতি বিন্দুমাত্র সম্মান দেখাচ্ছে না। হুঁশিয়ারি দিয়েন বলেন, এমন বর্বরোচিত কাজের জন্য তাদের শাস্তি নিশ্চিত করা হবে।

নিহত ৬১ বছর বয়সী আলিরেজা আকবরী ইরানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ছিলেন।

মন্তব্য করুনঃ