• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সন্ধ্যা ০৬:১৭:৫০ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

নর্থ লন্ডন ডার্বি: ৯ বছরের অপেক্ষার ইতি টানবে আর্সেনাল?


রবিবার ১৫ই জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৭:২১



নর্থ লন্ডন ডার্বি: ৯ বছরের অপেক্ষার ইতি টানবে আর্সেনাল?

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

স্পার্সের মাঠে গত ৯ বছর ধরে নর্থ লন্ডন ডার্বিতে জয়ের মুখ দেখে না আর্সেনাল। সেই অপেক্ষার ইতি কি আজ টানতে পারবে মিকেল আর্টেটার দল? অথচ একটা সময় নর্থ লন্ডন দার্বিতে টটেনহামকে তাদের মাঠে হারানো ছিল গানারদের কাছে নৈমিত্তিক ব্যাপার। স্পার্সদের মাঠে নিয়মিত জয় পাওয়ায় গানাররা সেই মাঠের নামই দিয়েছিল ‘থ্রি পয়েন্টস লেন’। স্পার্সদের সেই মাঠেই আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার আর্সেনাল মুখোমুখি হচ্ছে ৫ নম্বরে থাকা টটেনহামের।

নর্থ লন্ডন ডার্বিতে প্রতিপক্ষের মাঠে জয়ের রেকর্ড খুঁজতে হলে আর্সেনালকে তাকাতে হবে সেই ২০১৪ সালে, যেখানে টমাস রসিস্কির বিদ্যুৎগতির শটে জয় পায় গানাররা। এরপর থেকে এমিরেটসে খেলা ৮ দ্বৈরথের ৬টিতেই স্পার্সদের বিরুদ্ধে হেরেছে আর্সেনাল, ড্র করেছে দুইটিতে। তবে সেই দিন চলে গেছে অনেক আগেই। এবার সেই সময়কে ফিরিয়ে আনার লড়াইয়ে দারুণ ফর্ম অনুপ্রেরণা জোগাতে পারে আর্টেটার শিষ্যদের।

মিকেল আর্টেটা এই দুঃসহ রেকর্ডের ব্যাপারে বলেন, অনেক কিছুই শেখার ছিল, নেয়ার ছিল অনেক কিছুই। সময়গুলো খুব কঠিন গেছে। তবে এরকমক কঠিন সময়েই আমাদের চারিত্রিক গড়ন তৈরি হয়। এখন আমরা ভিন্ন এক অবস্থায় আছি। তবে আমাদের দেখাতে হবে, যেভাবে আমরা খজেলতে চাই ঠিক সেভাবেই খেলার সামর্থ্য আমাদের আছে। এই ম্যাচে যে মাঠে খেলতে যাচ্ছি আমরা, সেখানে বহুদিন জয় পাইনি। তাই এই চ্যালেঞ্জ জয়ের তাড়নাও আছে আমাদের। মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয় ছাড়া কিছুই ভাবতে পারছি না। পয়েন্ট টেবিলের দিকে তাকালেও এটা স্পষ্ট হবে যে, আজ ৩ পয়েন্ট আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ