• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৭:১০:১২ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

উপনির্বাচন দিয়ে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের


বৃহঃস্পতিবার ২রা ফেব্রুয়ারি ২০২৩ দুপুর ০১:২০



উপনির্বাচন দিয়ে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ফাইল ছবি।

চ্যানেল এস ডেস্ক :

উপনির্বাচন দিয়ে দেশে আবারও গণতন্ত্রের বিজয় হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে এ কথা বলেন তিনি। বলেন, সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি কতো ভুল করেছেন তা যতোদিন যাবে ততো অনুধাবন করবে। বিএনপির পৃথিবী ক্রমেই ছোট হয়ে আসছে। বিএনপির কর্মসূচি এখন কেবলই নরম হচ্ছে। গণঅভ্যুত্থান থেকে এখন পদযাত্রায় নেমেছে।

ওবায়দুল কাদের আরও বলেন, মির্জা ফখরুল বলেছিলেন ব্রাহ্মণবাড়িয়া নাকি মাগুরার দাদা হবে। কিন্তু নির্বাচন সুষ্ঠু হয়েছে। দাদাও হয়নি, নানাও হয়নি, মাগুরাও হয়নি। সরকার ভয় পেয়েছে না আপনারা ভয় পেয়েছেন? গণঅভ্যুত্থান থেকে এখন কেন পদযাত্রায় নেমেছেন? তাহলে ভয় কে পেল?

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ