• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:১৬:১৭ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

ক্যালিফোর্নিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি


মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৩৬



ক্যালিফোর্নিয়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ক্যালিফোর্নিয়ায় চলমান প্রাকৃতিক দুর্যোগে চরম ভোগান্তিতে সাড়ে ৩ কোটির বেশি বাসিন্দা। বিদ্যুৎ বিচ্ছিন্ন প্রায় এক লাখ মানুষ। এখন পর্যন্ত রাজ্যটিতে ১২ জনের প্রাণহানি রেকর্ড করা হয়েছে। খবর সিএনএন এর।

ভয়াবহ বন্যার পানিতে তলিয়ে গেছে রাস্তাঘাটসহ শতাধিক ঘরবাড়ি। উপকূলীয় এলাকাগুলোয় এখনো টর্নেডোর আঘাত হানার আশঙ্কা থাকায় সানফ্রান্সিকো, লস অ্যাঞ্জেলেসসহ বেশকিছু শহরে সতর্কতা জারি রয়েছে।

দেশটির জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, সোমবারও ক্যালিফোর্নিয়া এবং আশপাশের রাজ্যগুলোয় ঘণ্টায় ১৩২ মাইল ঝড়ের ঘূর্ণনবেগ ছিল। মঙ্গলবার রাত পর্যন্ত ঝড়ের তাণ্ডব বহাল থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ২০৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও জানানো হয়েছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ