• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ রাত ১১:১৩:০২ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

কী হবে আজ, বাংলাওয়াশ নাকি ইংলিশদের সান্ত্বনার জয়!


মঙ্গলবার ১৪ই মার্চ ২০২৩ দুপুর ০১:২৯



কী হবে আজ, বাংলাওয়াশ নাকি ইংলিশদের সান্ত্বনার জয়!

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

ইতিহাস গড়ে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তবে সিরিজের এখনও এক ম্যাচ বাকি। সেই ম্যাচে কী হতে পারে আজ (১৪ মার্চ)। নিয়মরক্ষার ম্যাচ হলেও বাংলাওয়াশের লক্ষ্যেই মিরপুর শের-ই বাংলায় নামবেন সাকিব আল হাসানরা। যা তার ফেসবুক পোস্ট থেকেই সহজে আঁচ করা যায়। তবে সফরকারী জস বাটলারের দল চায় অন্তত শেষ ম্যাচ জিতে সান্ত্বনা খুঁঁজে নিতে।

টাইগারদের টি-টোয়েন্টি’র অধিনায়ক সাকিবের পোস্টে বলা হয়, ‘একের পর এক শক্তি প্রদর্শন করে ইংলিশদের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে টাইগাররা। তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে যখন দু’দল মুখোমুখি হচ্ছে, টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাওয়াশ নিশ্চিত করা ছাড়া অন্য কিছু চায় না।’

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের লক্ষ্য ছিল সিরিজ জয়। তবে সেটি এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করেছে বাংলাদেশ। এবার বাংলাদেশের সামনে আবারও ইতিহাস গড়ার হাতছানি। আজ বিকেল ৩টায় টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে জস বাটলারদের মুখোমুখি হবে বাংলাদেশ দল। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয় পান সাকিবরা। ওই ম্যাচে  টাইগার ক্রিকেটাররা বল-ব্যাটে দুর্দান্ত দলীয় পারফর্ম উপহার দিয়েছিলেন। এরপর রোববার তারা মিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আতিথ্য দেয় বাটলারদের। সেখানে ম্যাচের শেষ পর্যন্ত রোমাঞ্চকর লড়াইয়ের পর ইংল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতে নেয়। কেবল ঘরের মাঠ বলেই নয়, সবমিলিয়ে এবারই প্রথম ইংল্যান্ডকে বাংলাওয়াশ করার সুযোগ পেয়েছে টাইগাররা।

দ্বিতীয় ওয়ানডে শেষে পেসার তাসকিন আহমেদও জানিয়েছিলেন শেষ ম্যাচ জিততে চান। তবে সিরিজ জয়ে দ্বিধার কথা শুনিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দ্বিতীয় ম্যাচ শেষে পাপন জানান তিনি ভাবেননি ইংল্যান্ডকে বাংলাদেশ হারাবে এবং সিরিজ জিতবে।

তবে সিরিজ জয়ের পর্ব শেষে বাংলাদেশের লক্ষ্য কিংবা চিন্তা-চেতনা হচ্ছে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করা। সেই লক্ষ্যেই শেষ ম্যাচেও মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ম্যাচের আগেরদিন (১৩ মার্চ) দুই দলের কেউই অনুশীলন করেননি। হোটেলে বিশ্রামের মধ্য দিয়ে তারা সময় কাটিয়েছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ