• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ দুপুর ১২:২৫:০৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

জিদানের প্রতি ‘অসম্মান’, ফরাসি কিংবদন্তির পাশে রিয়াল মাদ্রিদ


মঙ্গলবার ১০ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:১৬



জিদানের প্রতি ‘অসম্মান’, ফরাসি কিংবদন্তির পাশে রিয়াল মাদ্রিদ

ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের প্রতি তাচ্ছিল্যের সুরে কথা বলেছিলেন ফ্রান্স ফুটবল ফেডারেশনের (এফএফএফ) সভাপতি নোয়েল লে গ্রেট। তারপর থেকেই ফ্রান্স ফুটবলের প্রধান কর্তাব্যক্তির সমালোচনায় মুখর ফুটবল বিশ্ব। এবার স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদও দাঁড়িয়েছে তাদের কিংবদন্তির পাশে। আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করে বলেছে, বিশ্বজুড়ে ফুটবলের অন্যতম সম্মানীত ব্যক্তির সম্পর্কে তার উক্তিতে প্রকাশ পেয়েছে শ্রদ্ধার ঘাটতি। রিয়াল মাদ্রিদ সেই উক্তির সংশোধনী চায়।

ফ্রান্স জাতীয় দলের কোচের ভূমিকায় আসতে চেয়েছিলেন ১৯৯৮ বিশ্বকাপের নায়ক জিনেদিন জিদান। তবে দিদিয়ের দেশমের সাথে ফ্রান্স ফুটবল ফেডারেশন ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করায় জিদানের এই স্বপ্ন অনেকটাই ভেঙে গেছে। দেশটির জাতীয় আইকন জিদান এই পরিস্থিতিতে ব্রাজিলের দায়িত্ব নিলে কী হবে; এমন প্রশ্নের জবাবে ফরাসি গণমাধ্যম আরএমসিকে নোয়েল লে গ্রেট বলেন, সে কী করবে তাতে আমার কিছুই যায় আসে না। সে যেখানে খুশি যেতে পারে। আমি জানতাম, জিদানের দিকে অনেকেরই দৃষ্টি আছে। তার সমর্থক অনেক, যারা দেশমের বিদায় দেখতে চেয়েছিল। কিন্তু দেশমকে বাদ দেবে কে? জিদান কী করবে না করবে তা দেখা আমার কাজ নয়।

এফএফএফ সভাপতি আরও বলেন, আমি কখনও জিদানের সাথে দেখা করিনি। দেশমের সাথে বোর্ডের চুক্তি শেষ করার কথাও আমরা ভাবিনি। জিদান যেখানে ইচ্ছে যেতে পারে, যেকোনো ক্লাবে। জিদান যদি আমার সাথে কথা বলতে চায়? অবশ্যই আমি বলবো না। আমি তার ফোনই ধরবো না!

জিদানের প্রতি এমন আচরণে দ্রুত প্রতিক্রিয়া জানান কিলিয়ান এমবাপ্পে। বলেন, জিদানই ফ্রান্স। আর একজন কিংবদন্তিকে এভাবে অসম্মান করা যায় না। এমবাপ্পের পর এবার জিদানের পাশে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ; খেলোয়াড় ও কোচ উভয় ভূমিকাতেই যাদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিদান। রিয়াল মাদ্রিদ তাদের ওয়েবসাইটে আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব বিশ্বের অন্যতম সম্মানিত ফুটবল কিংবদন্তি জিনেদিন জিদান সম্পর্কে ফরাসি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নোয়েল লে গ্রেটের করা দুর্ভাগ্যজনক মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই মন্তব্যগুলোতে বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের দ্বারা সর্বাধিক প্রশংসিত ব্যক্তিত্বের প্রতি শ্রদ্ধার সুস্পষ্ট অভাব দেখা যাচ্ছে এবং, আমাদের ক্লাব অবিলম্বে এমন মন্তব্যের সংশোধনের জন্য অপেক্ষা করছে। বিশ্ব এবং ইউরোপীয় চ্যাম্পিয়ন জিনেদিন জিদান তার অনেক প্রাপ্তির সাথে প্রতিনিধিত্ব করেছেন নিজ দেশকে। খেলোয়াড় এবং কোচ হিসেবে পেশাদার ক্যারিয়ারে কেবল নিজেকে প্রমাণই করেননি তিনি, খেলাধুলার মূল্যবোধকেও তিনি করে তুলেছেন মূর্ত। ফরাসি ফুটবল ফেডারেশনের সভাপতির বিবৃতিগুলো এমন এক ব্যক্তির জন্য পুরোপুরি অনুপযুক্ত। ঠিক যেমনটা অযৌক্তিক মন্তব্য তিনি করেছিলেন আমাদের অধিনায়ক, বর্তমান ব্যালন ডি’অরজয়ী ফুটবলার করিম বেনজেমা সম্পর্কেও। যিনি ফ্রান্সের হয়ে ২০২১ সালে নেশনস লিগ এবং রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ