• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই বৈশাখ ১৪৩১ সকাল ০৬:৩০:৪৫ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না: ফখরুল


শনিবার ২৮শে জানুয়ারী ২০২৩ সন্ধ্যা ০৬:১২



বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না: ফখরুল

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৮ জানুয়ারি) রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচি শুরুর আগে তিনি বলেন, ‘বর্তমান সরকার থাকলে সুষ্ঠু নির্বাচন হবে না। তাই সরকারকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’

রাজধানীর বাড্ডায় পদযাত্রা কর্মসূচির শুরুর আগে বক্তব্য দেন মির্জা ফখরুল।

ফখরুল বলেন, নতুন আন্দোলন শুরু হয়েছে, নীরব প্রতিবাদের মধ্য দিয়ে সরকারকে বার্তা দিতে চায় বিএনপি। দ্রব্যমূল্য বেড়েছে, বিরোধী দলকে দমনে নির্যাতন করছে ক্ষমতাসীনরা। ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে। 

তত্ত্ববধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘অন্যথায় অত্যন্ত ভারাক্রান্ত হয়ে চলে যেতে হবে। পালাবার পথ পাবে না বর্তমান সরকার। শান্তিপূর্ণভাবে বিএনপি আন্দোলন করে দাবি আদায় করতে চায়।’

পদযাত্রা শুরুর আগে দলের স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলেন, রাজপথে বিএনপি আছে, বিএনপি থাকবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। আন্দোলনে বেগম জিয়াকে মুক্ত করা হবে।

বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বর্তমান সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। অন্য কোনো চিন্তা করে লাভ হবে না। ১৪/১৮ এর মতো নির্বাচন হতে দেয়া হবে না। অন্যথায় রাজপথের আন্দোলনে দাবি আদায় করা হবে।

গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবি আদায়ে স্লোগান, মিছিল ও সমাবেশের বাইরে রাজধানীতে শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে নিঃশব্দ পদযাত্রার কর্মসূচি দেয় বিএনপি।

চারদিনের এ কর্মসূচির প্রথমদিন বাড্ডায় সুবাস্তু ভ্যালি থেকে পদযাত্রা শুরু হয়ে মালিবাগে আবুল হোটেলের সামনে শেষ হওয়ার কথা।

ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজক। এছাড়া ৩১ জানুয়ারি গাবতলী টার্মিনাল থেকে শুরু হয়ে মিরপুর-১ নম্বর হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা কর্মসূচির আয়োজকও উত্তর বিএনপি।

মহানগর দক্ষিণের উদ্যোগে ৩০ জানুয়ারি যাত্রাবাড়ী থেকে শ্যামপুর এবং ১ ফেব্রুয়ারি মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা দিয়ে শেষ হবে চারদিনের এ কর্মসূচি। সব কর্মসূচিই দুপুর ২টায় শুরু করা হবে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ