• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই বৈশাখ ১৪৩১ রাত ১২:১৮:২৪ (19-Apr-2024)
  • - ৩৩° সে:

ইসরায়েলে নবগঠিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ


রবিবার ৮ই জানুয়ারী ২০২৩ দুপুর ০২:৫৩



ইসরায়েলে নবগঠিত সরকারের বিরুদ্ধে বিক্ষোভ

ছবি সংগৃহীত

কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু্। কিন্তু এরই মধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে। খবর মিডল ইস্ট আই 

ইসরায়েলের ইতিহাসে নেতানিয়াহুর নেতৃত্বাধীন নতুন এই সরকারকে ডানপন্থি বলে মনে করা হয়। শনিবার হাজার হাজার ইসরায়েলি তার বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। বিক্ষোভকারীরা ইসরায়েলের উপকূলীয় শহর তেল আবিবে ‘গণতন্ত্র বিপদে’ এবং ‘ফ্যাসিবাদ এবং বর্ণবাদের বিরুদ্ধে ঐক্য’-সহ নানা স্লোগান দেন। 

গত ডিসেম্বরের শেষের দিকে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে নতুন সরকার গঠনের বিষয়টি আস্থা ভোটে পাস হয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী পদে শপথ নেন নেতানিয়াহু। আস্থা ভোটে পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ৬৩ জন নতুন সরকারের পক্ষে ভোট দিয়েছিলেন। আর বিপক্ষে ভোট দেন ৫৪ জন। 

৭৩ বছর বয়সী নেতানিয়াহু নিজেও আদালতে দুর্নীতির অভিযোগের বিরুদ্ধে লড়ছেন এবং ইতোমধ্যেই তিনি ইসরায়েলের ইতিহাসে অন্য যে কারও চেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের ইতিহাস গড়েছেন। 

নেতানিয়াহু এর আগে ১৯৯৬ সাল থেকে ১৯৯৯ সাল এবং ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দুই মেয়াদে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২২ সালের ডিসেম্বরে তিনি তৃতীয় মেয়াদে ইহুদি এই দেশটির প্রধানমন্ত্রী হন। 

বিক্ষোভে অংশ নেওয়া আসাফ নামের একজন আইনজীবী বলেন, ‘আমার দাদা-দাদি ইসরায়েলে এসেছিলেন এখানে ভালো কিছু গড়তে... আমরা অনুভব করতে চাই না যে আমাদের গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে, সুপ্রিম কোর্ট ধ্বংস হয়ে যাবে।’ 

নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পর বিচার ব্যবস্থাকে সংশোধন এবং সুপ্রিম কোর্টকে দুর্বল করার একটি পরিকল্পনা গত সপ্তাহে উন্মোচন করেছেন। যাকে দেশটির বিরোধী নেতা ইয়ার লাপিদ পুরো আইনি ব্যবস্থাকে বিপন্ন করার সঙ্গে তুলনা করেছেন।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ