• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই বৈশাখ ১৪৩১ ভোর ০৪:৩৫:২৬ (26-Apr-2024)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে আবদ্ধ না থাকার আহ্বান রাষ্ট্রপতির


বুধবার ১লা ফেব্রুয়ারি ২০২৩ সকাল ১০:৩৫



শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে আবদ্ধ না থাকার আহ্বান রাষ্ট্রপতির

ছবি : সংগৃহীত

চ্যানেল এস ডেস্ক :

শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। পাঠ্য বিষয়ের সাথে সাথে বহির্জগতের জ্ঞান ভাণ্ডার হতে জ্ঞান আহরণ করতে হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রথম সমাবর্তনে এ কথা জানান তিনি। বলেন, নিজেকে কর্মবীর ও জ্ঞানী করে তোলাই হবে শিক্ষার মূল লক্ষ্য। উচ্চ চিন্তা ও সহজ জীবনাচরণ শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলবে।

আব্দুল হামিদ আরও বলেন, সদাচরণ ও সদালাপ হচ্ছে শিক্ষা জীবনের ভূষণ। শিক্ষার্থীদের নৈতিকভাবে বলিষ্ঠ চরিত্রের অধিকারী ও সত্যবাদী হতে হবে। থাকতে হবে নিরপেক্ষ ও অকুতোভয়।

শিক্ষার্থীদের অন্ধকার পথ দূর করে আলোর পথে এগিয়ে যেতে এ সময় আহ্বান জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ