• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ সকাল ১১:২৩:২৫ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত বিএনপির পদযাত্রা শুরু


সোমবার ৩০শে জানুয়ারী ২০২৩ বিকাল ০৪:১৭



যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত বিএনপির পদযাত্রা শুরু

যাত্রাবাড়ী থেকে জুরাইন পর্যন্ত বিএনপির পদযাত্রা শুরু

চ্যালেন এস ডেস্ক :

গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে দ্বিতীয় পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি। এরইমধ্যে রাজধানীর যাত্রাবাড়ীতে নেতাকর্মীরা জড়ো হয়ে শুরু করেছেন পদযাত্রা।

সোমবার (৩০ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের সামনে থেকে শুরু হয়ে জুরাইন রেলগেটের সামনে গিয়ে এ পদযাত্রা শেষ হবে।

এ কর্মসূচি শুরুর আগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এ সময় অভিযোগ করে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার হরণ করেছে ক্ষমতাসীন দল। গণতন্ত্র পুনরুদ্ধার ও ১০ দফা দাবিতে দ্বিতীয় পদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে। 

জনগণকে সম্পৃক্ত করে আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা। দলটির ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ কর্মসূচিতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।

তিন কিলোমিটার এলাকা হেটে কর্মসূচি শেষ হবে জুরাইন রেলগেটে। পদযাত্রায় নেতৃত্ব দিচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ কর্মসূচিতে আসা দলটির কর্মীরা জানান, গণতন্ত্র হত্যা করেছে ক্ষমতাসীন দল, পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু জানান, জনগণকে আন্দোলনে সম্পৃক্ত করাই পদযাত্রার উদ্দেশ্য। আন্দোলন চলবে সরকারের পতন না হওয়া পর্যন্ত।

পদযাত্রায় সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।

আগামীকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) গাবতলী থেকে মিরপুর-১০, বুধবার মুগদা থেকে মালিবাগে পদযাত্রার মধ্যদিয়ে শেষ হবে চারদিনের এ কর্মসূচি। ৪ ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশে ব্যাপক শোডাউনই উদ্দেশে এ কর্মসূচি বলে জানান বিএনপি নেতাকর্মীরা।

এর আগে শনিবার (২৮ জানুয়ারি) শাহজাদপুর থেকে আবুল হোটেল পর্যন্ত পদযাত্রা করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

গত ২৬ জানুয়ারি সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ