• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ রাত ১০:৫৮:৪১ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

ভারতকে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া


বৃহঃস্পতিবার ২৩শে মার্চ ২০২৩ দুপুর ১২:৪৩



ভারতকে হারিয়ে সিরিজ জিতলো অস্ট্রেলিয়া

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: 

টেস্ট সিরিজ হারের পর ওয়ানডের প্রথম ম্যাচেও বাজেভাবে হেরেছিল অস্ট্রেলিয়া। সেই দলটাই শেষমেশ ঘুরে দাঁড়ালো দারুণভাবে। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ১০ উইকেটে হারানোর পর শেষ ম্যাচেও জিতল স্টিভেন স্মিথের দল। আর তাতে ঘরের মাটিতে ভারতকে সিরিজ হারিয়ে বিশ্বকাপের আগমনী বার্তা দিয়ে রাখল অজিরা। 

বুধবার (২২ মার্চ) চেন্নাইয়ে সিরিজের শেষ ওয়ানডেতে ভারতকে ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-১ এ জিতল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ৪ উইকেট নিয়ে অজিদের জয়ের নায়ক হয়েছেন অ্যাডাম জাম্পা। 

শুরুতে ব্যাট করে ভারতের সামনে ২৭০ রানের লক্ষ্য দাঁড় করায় অজিরা। জবাবে দীর্ঘ সময় লড়াই করলেও বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ারা দলকে জয়ের ধারে কাছে নিয়ে যেতে পারেননি। কোহলি হাফসেঞ্চুরি করে আউট হন অ্যাস্টন অ্যাগারের ওভারে। ৭২ বলে তিনি খেলেন সর্বোচ্চ ৫৪ রানের ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান করেন পান্ডিয়া। 

অন্যদের মধ্যে শুভমান গিল ৩৭, লোকেশ রাহুল ৩২, রোহিত শর্মা ৩০ ও রবীন্দ্র জাদেজা ১৮ রান করেন। ২৪৮ রানে থামে ভারতের ইনিংস। জাম্পা বাদে অস্ট্রেলিয়ার হয়ে দুই উইকেট নেন অ্যাগার। একটি করে উইকেট পান স্টইনিস ও শন অ্যাবোট। 

সিরিজ জয়ের সুবাদে সুখবর থাকছে অজিদের জন্য। আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি। আর শীর্ষে থাকা ভারত নেমেছে দুইয়ে। যদিও দুই দলের রেটিং পয়েন্ট একই থাকছে। 

র‍্যাঙ্কিংয়ের তিনে আছে নিউজিল্যান্ড, আর চারে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই দুই দলের রেটিং পয়েন্টও সমান, ১১১। ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান র‍্যাঙ্কিংয়ের সাতে। 

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ