• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১২ই বৈশাখ ১৪৩১ বিকাল ০৪:৫৫:২১ (25-Apr-2024)
  • - ৩৩° সে:

বাচ্চা কচ্ছপে ছেয়ে গেছে ব্রাজিল ও বলিভিয়া সৈকত


শুক্রবার ১৩ই জানুয়ারী ২০২৩ বিকাল ০৩:৫৩



বাচ্চা কচ্ছপে ছেয়ে গেছে ব্রাজিল ও বলিভিয়া সৈকত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক :

ব্রাজিল ও বলিভিয়ার সৈকতে দেখা মিলছে হাজারও জিয়ান্ট কচ্ছপের। সম্প্রতি ‘ওয়াইল্ড লাইফ কন্সারভেশন সোসাইটি’ এর প্রকাশ করা ভিডিওতে তা দেখে গেছে। খবর রয়টার্সের।

বন্যপ্রাণী রক্ষায় দীর্ঘদিন ধরেই কাজ করছে সস্থাটি। বছরের এ সময়টাতে দক্ষিণ আমেরিকার নদী থেকে কচ্ছপেরা ডিম পারতে পার্শ্ববর্তী সৈকতে পাড়ি জমায়। হাজার হাজার বাচ্চা কচ্ছপে ছেয়ে যায় পুরো সৈকত। গেলো বছরের সেপ্টেম্বরে প্রায় ৮০ হাজার মা কচ্ছপ জমা হয় ডিম পারতে। ডিসেম্বর থেকে জানুয়ারির পর্যন্ত চলে মূলত প্রজননের মৌসুম। জিয়ান্ট কচ্ছপ দক্ষিণ আমেরিকার মিঠা পানির কচ্ছপের সবচাইতে বড় প্রজাতি। আকৃতিতে তিন থেকে সাড়ে তিন ফুট এবং ওজন ২০০ কেজি পর্যন্ত হতে পারে।

পরিবেশের ভারসাম্য রক্ষায় কচ্ছপের রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা। ব্রাজিল ও বলিভিয়া সরকার সৈকতে পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে যৌথভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুনঃ


সর্বশেষ সংবাদ