ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমটা ম্যানচেস্টার ইউনাইটেডের খরা চলছে। বড় দলগুলোর বিপক্ষে দারুণ লড়াই করলেও তুলনামূলক ছোট দলগুলোর সঙ্গে অবস্থা একদমই নাজুক। এ মৌসুমে ওলে গানার সোলশারের শিষ্যদের অবস্থাজনক একেবারেই নাস্তানাবুদ,ঘুরে দাঁড়াতে তাদের খুবই বেগ পেতে হচ্ছে।
গতকাল বুধবার (২২ জানুয়ারি) রাতে ম্যান ইউ হেরে ২-০ গোলে গেছে বার্নলি এফসির কাছে।ম্যান ইউর মাঠে খেলতে এসে প্রায় ৫৭ বছর পর জয় নিয়ে বাড়ি ফিরলো বার্নলি।
শীর্ষ লিগে ১৯৬২ সালে সর্বশেষ ওল্ড ট্র্যাফোর্ডে জিতেছিল তারা। প্রথমার্ধে এক গোল করে ১-০ ব্যাবধানে এগিয়ে থেকে বিরতির পর আর ১ গোল করে জয়ের ব্যবধানটা বাড়িয়ে করে ২-০।
ম্যাচের সকল পরিসংখ্যানে আধিপত্য বিস্তার করেছে ইউনাইটেডই। প্রায় ৭৩ শতাংশ সময় নিজেদের নিয়ন্ত্রণে বল রেখে ২৪ বার প্রতিপক্ষের গোলমুখে শট করেছিল তারা। এর মধ্যে ৭টি আবার ছিলো লক্ষ্য বরাবর। কিন্তু গোল হয়নি কোনোটিতেই।
অন্যদিকে, পুরো ম্যাচে লক্ষ্য বরাবর মাত্র ২টি শট নিয়ে, দুইটিতেই সফল বার্নলি। যার প্রথমটি ছিলো ম্যাচে ৩৯ মিনিটে। ডি-বক্সের মধ্যে বল পেয়ে সহজেই লক্ষ্যভেদ করেন বার্নলির ফরোয়ার্ড ক্রিস উড।
বারবার গোল মিসের হতাশায় পর্যদুস্ত হওয়া ইউনাইটেডের গ্লানি আরও বেড়ে যায় দ্বিতীয়ার্ধে, ৫৬ মিনিটের সময় বার্নলির জয় রদ্রিগেজ ব্যবধান দ্বিগুণ করলে। এ দুই গোলের সুবাদেই প্রায় ৫৭ বছর পর ম্যান ইউর মাঠ থেকে জয় পেয়েছে বার্নলি।
টানা দ্বিতীয় পরাজয়ে পয়েন্ট টেবিলে ইউনাইটেড ২৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পঞ্চ। অন্যদিকে টানা দ্বিতীয় জয়ে ২৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে বার্নলি।