রতন দাশ, সাতকানিয়া প্রতিনিধি: চুরির মামলায় ৩ বছরের সাজা হওয়া এক পলাতক আসামি পুলিশের হাতে ধরা পড়ল। পলাতক থাকা ওই চোরকে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেপ্তার করে সাতকানিয়া থানা পুলিশ। পুলিশ জানায়,
গোপন খবর পেয়ে সাতকানিয়ার সোনাকানিয়া মীর্জাখীলের সাইটতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হারুনুর রশীদ (৪২) সোনাকানিয়ার মীর্জাখীলের মৃত নুর মোহাম্মদের ছেলে। সাতকানিয়া থানার এএসআই আরিফ বলেন,
হারুন বান্দরবান সদরের একটি চুরির মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ছিল। সে দীর্ঘদিন ধরেই পলাতক। তাকে আজ গোপন খবরের ভিত্তিতে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।