মোঃ রাশেদ, চট্টগ্রাম প্রতিনিধিঃ নগরীর ১২’শ শ্রমজীবী মানুষদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার সামগ্রী তুলে দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
আজ সকালে তিনি চসিক পুরাতন কার্যালয়ে ৩’শ পাদুকা শিল্প শ্রমিক, শাহ আমানত সেতু সংলগ্ন কমিউনিটি সেন্টারে ৩’শ জন মৎস শিকারী, মুরাদপুর মির্জাপুল এলাকায় ৩’শ জন ক্রোকারিজ এন্ড এ্যালুমিনিয়াম দোকান কর্মচারী ও ৩’শ জন এ্যালুমিনিয়াম কারখানা শ্রমিকদের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় কাউন্সিলর হাজী নুরুল হক, বকসির হাট ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এস এম মামুনুর রশীদ, শান্ত দাশগুপ্ত,সড়ক পরিবহন শ্রমিক লীগ নেতা উজ্জ্বল বিশ্বাস, বকসির হাট ওয়ার্ড যুবলীগ নেতা মহিউদ্দিন জনি, লিটন, ওমর আলী, মো ইউসুফসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।