‘রিং অব ফায়ার’ নামের বছরের শেষ সূর্যগ্রহণ হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকালে। এটি বলয়গ্রাস সূর্যগ্রহণ।
বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘রিং অব ফায়ার’ কারন, গ্রহণের সময় সূর্যকে রক্তাক্ত আংটির মতো দেখা যাবে ।
আবহাওয়া অধিদপ্তর থেকে জানা যায় , আকাশ পরিষ্কার থাকলে কাল সকালে বাংলাদেশ থেকে বলয়গ্রাস সূর্যগ্রহণ আংশিক দেখা যাবে। শুরু হবে সকাল সাড়ে আটটায়। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে ৯ টা ৩৬ মিনিটে। এ সময় চাঁদ সূর্যের সামনে এসে ধীরে ধীরে ঢেকে ফেলবে।
বৃহস্পতিবার সকাল আটটা থেকেই জাদুঘরের ছাদে দুইটি করোনাডো সোলার টেলিস্কোপ দিয়ে আংশিক সূর্যগ্রহণ দেখার ব্যবস্থা করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর কর্তৃপক্ষ ।
বিস্তারিত বিবরণ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট www.bmd.gov.bd/eclipse-এ পাওয়া যাচ্ছে।