এম এ মালেক, হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হালুয়াঘাটে বিদ্যুৎস্পৃষ্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
জানা যায়, নিহত ইমন (১০) বীরগুছিনা গ্রামের ফজলুর রহমানের পুত্র। সে বীরগুছিনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নিহত শিশুটির পরিবারের দাবী, গতকাল মঙ্গলবার ইমন হোসেন বিকেলে গরু আনতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোঁজাখুজির পর শিশুটিকে না পেয়ে এলাকায় মাইকিং করেন তারা।
(২৭মে) বুধবার সকালে ক্ষেত থেকে বিদ্যুতের তারে জড়ানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেন। স্থানীয়রা থানায় খবর দিলে এস.আই হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, ঝড়ে পল্লি বিদ্যুতের তার মাটিতে পরে ছিলো। শিশুটি গরু আনতে যাওয়ার সময় হাত দিয়ে তারটি সরাতে গেলে বিদ্যৎস্পৃষ্ট হয়ে মারা যান।