সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি হবিগঞ্জে গত ২৪ ঘন্টায় আরও ১১ জন করোনা রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে জেলায় করোনা থেকে মুক্তি পেয়েছেন মোট ২২ জন। মঙ্গলবার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিট থেকে এই ১১ রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়। এর মধ্যে দুইজন নার্সও রয়েছেন।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের হাতে নগদ ৫ হাজার টাকা ও ভিটামিন সি সমৃদ্ধ ফলের ঝুড়ি তুলে দেন সিনিয়র সহকারী কমিশনার মাসুদ রানা। এরআগে সোমবার আরও ১০ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করে ছাড়পত্র দেয় হয়। জেলায় মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১০২ জন।