সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলায় ৩২৭ জন দুঃস্থ রোগীকে এক কোটি ষাট লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রনালয়।
২০১৯-২০১০ অর্থবছরের এ বরাদ্দের জন্য হবিগঞ্জ জেলার ৭৯৩ জন রোগী আবেদন করেছিলেন যার মধ্যে ৬২৮ জন মনোনীত হয়েছেন। হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলার সমবায় কার্যালয়ের বিপরীতে এ বরাদ্দগুলো অনুমোদন দেয়া হয়।
জেলায় ক্যান্সার, কিডনী, সিরোসিস, ষ্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের চিকিৎসায় এ অনুদান বিতরন করা হবে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ পৌরএলাকার ১৮ জন দুঃস্থ রোগীদের মাঝে অনুদানের টাকা বিতরণ করেন হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির।
অনুদান বিতরণ অনুষ্ঠানে সভাপতি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মর্জিনা আক্তার, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ জালাল উদ্দিন প্রমুখ।
সংসদ সদস্য বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ স্বনির্ভর হয়েছে। দেশের দুঃস্থ মানুষের সহায়তায় বর্তমান সরকার নজীর বিহীন পদক্ষেপ গ্রহন করেছে।