সুশীল চন্দ্র দাস, হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মাকালকান্দি হাওর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে বানিয়াচং থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে এখনও পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত করতে পারেনি।
বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাস বলেন স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। লাশটি একজন মধ্যবয়সী পুরুষের। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।